পিবিএ, ঢাকা : গাজীপুর সিটি কর্পোরেশনে খাদ্য সহায়তা বিলির জন্য বানানো ব্যাগের উপর লেখা প্রধানমন্ত্রী বানান ভুল। লেখা হয়েছে ‘প্রধান মন্ত্রী’। সিটি কর্পোরেশনে উপসচিব পর্যায়ের কয়েকজন কর্মকর্তা রয়েছেন। মেয়র মহোদয়ের একান্ত সচিবও একজন বিসিএস কর্মকর্তা। অথচ খোদ সরকার প্রধানের পদবী লিখতে ভুল করা হয়েছে।
সরজমিনে দেখা গেছে, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭টি ওয়ার্ডে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ব্যাগ ভরে খাদ্য সহায়তা বিলি করা হচ্ছে। সরকারিভাবে নির্দেশনা রয়েছে ব্যাগের উপর ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’ লিখতে হবে। এটুকু লিখতেই সরকার প্রধানের পদবী ভুলভাবে ‘প্রধান মন্ত্রী’ লেখা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আওয়ামী লীগ নেতা বিষয়টি নিয়ে মুঠোফোনে পিবিএ’র কাছে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের ভাষ্য, এটাতো সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের দেখার কথা । চুড়ান্তভাবে ছাপার পূর্বে গুরুত্ব সহকারে পরখ করলে এ ভুল হতো না।
এ ব্যপারে যোগাযোগ করা হলে মুঠোফোনে মেয়র মহোদয়ের একান্ত সচিব মোঃ আব্দুল হামিদ পিবিএকে বলেন, বিষয়টি খোঁজ নিয়ে মেয়র মহোদয়কে অবহিত করা হবে।
পিবিএ/মোহাম্মদ আলম