পিবিএ,ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের নব নিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আমি বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করতে এসেছি। আমি সবসময় বিশ্ববিদ্যালয়ের ও শিক্ষার্থীদের স্বার্থের জন্য কাজ করব। এই ক্যাম্পাসকে একটি শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। শিক্ষার্থীদের জ্ঞান চর্চার আদর্শ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কাজ করবো। আমার এই চেয়ার ক্ষমতার নয়, এটা দায়িত্ববোধের চেয়ার। আমি একটি বৈষম্যহীন ক্যাম্পাস তৈরি করতে চেষ্টা করবো। আমাদের মধ্যে কোনো হানাহানি, দ্বন্দ্ব থাকবে না। আমরা সকলে মিলে একসাথে কাজ করব।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে কর্মস্থলে যোগদানকালে করে তিনি এ কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শহীদের রক্তের ফসল। তাদের রক্তের বিনিময়ের জন্য আমার প্রচেষ্টা হবে বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে একটি উন্নত, শিক্ষার্থীবান্ধব, আধুনিক ও গবেষণামূলক আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা। আর এটি করতে পারলেই আমার প্রচেষ্টা সফল হবে।
ড. নসরুল্লাহ বলেন, আল্লাহ আমাকে এই বিশ্ববিদ্যালয়ে কাজ করার সুযোগ করে দিয়েছেন। আমি কোন নিজস্ব স্বার্থ, গোষ্ঠী বা আদর্শের জন্য কাজ করবো না। আমি বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীদর স্বার্থে গড়ে তুলতে চাই। আমি ইবিকে আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য কাজ করবো।
এর আগে তিনি ক্যাম্পাসে পৌছে তিনি উপাচার্য কার্যালয়ে যান। সেখানে ফাইল স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেন। পরে কেন্দ্রীয় মসজিদে নামাজ আদায় শেষে আন্দোলনে শহীদদের জন্য দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া শেষে বিএনসিসি তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার, স্মৃতিসৌধ ও মুক্তবাংলায় পুষ্পস্তবক অর্পণ করেন।