উপাচার্য ও রেজিস্ট্রারের সাথে কুবি নব নির্বাচিত কমিটির সাক্ষাৎ

comilla univercicy

পিবিএ,কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) কর্মকর্তা পরিষদের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহেরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে।
রবিবার সকালে তারা এ সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তারা উপাচার্য ও রেজিস্ট্রারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।
এসময় উপস্থিত ছিলেন কর্মকর্তা পরিষদের নব নির্বাচিত কমিটির সভাপতি জিনাত আমান এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন নতুন কমিটির সহ-সভাপতি বিপ্লব মজুমদার ও এ. এম. এম. সাইদুর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল আলম ও মোঃ মাসুদুর রহমান, কোষাধ্যক্ষ আবু বকর সিদ্দিক, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ তানভীর আহাম্মদ, ক্রীড়া, সাংষ্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ এনায়েত হোসেন এবং কার্যকরী সদস্য মোহাম্মদ নূরুল করিম চৌধুরী, মোঃ মিজানুর রহমান, এস. এম. মাহমুদুল হক, মোঃ মফিজুল ইসলাম ও মোঃ সাদেক হোসেন, বিশ^বিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ প্রমুখ।

উল্লেখ্য, গত ২৪ মার্চ কুমিল্লা বিশ^বিদ্যালয় কর্মকর্তা পরিষদের নতুন কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ১৫টি পদের বিপরীতে দুই প্যানেল থেকে মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। নতুন এ কার্যনির্বাহী কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।

পিবিএ/জেআই/হক

আরও পড়ুন...