উপাচার্য নিয়োগের দাবিতে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ

পিবিএ,ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) একাডেমিক স্থবিরতা দূরীকরণে যোগ্য, দুর্নীতিমুক্ত, সংস্কারমনা ও শিক্ষার্থীবান্ধব উপাচার্য নিয়োগের দাবিতে বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকাশ আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে ছাত্র সমাবেশে মিলিত হয়।

মিছিলে শিক্ষার্থীরা ‘রেকর্ড দেখে ভিসি দিন দূর্ণীতির খবর নিন’, ‘ক্লাস চাই, পরীক্ষা চাই, অবিলম্বে ভিসি চাই’, ‘একাডেমিক স্থবিরতা দূর করতে যোগ্য ভিসি চাই’, ‘সেশনজটের কবর চাই, শিক্ষার্থীবান্ধব ভিসি চাই’সহ বিভিন্ন লেখা সংবলিত প্লেকার্ড নিয়ে উপস্থিত হয়।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আমরা একজন দূর্ণীতিমুক্ত ও শিক্ষার্থীবান্ধব উপাচার্য চাই। যিনি শিক্ষার্থীদের ব্যথায় ব্যথিত হবেন, শিক্ষার্থীদের আকাঙ্খা পূরণে এগিযে আসবেন। আমাদের বিশ্ববিদ্যালয়ের যে উদ্দেশ্য ইসলামী শিক্ষার সাথে আধুনিক শিক্ষার সমন্বয় করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা সেই উদ্দেশ্য পূরণে যিনি এগিয়ে আসবেন এমন কাউকে আম্দের উপাচার্য হিসেবে চাই। আমরা কোনো দলবাজ উপাচার্য চাই না। একজন নির্দলীয় উপাচার্যকে আমাদের ক্যাম্পাসে নিয়োগ দেওয়ার দাবি জানাই।

আরও পড়ুন...