উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত মহাসড়কে থাকবেন ইবি শিক্ষার্থীরা

পিবিএ,ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে( ইবি) উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। রোববার (২২ সেপ্টেম্বর) তৃতীয় দিনের মতো খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করেন তারা।

এর আগে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। নিউজ লেখা পর্যন্ত মহাসড়কে অবস্থান করছেন শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা বলেন, ‘শিক্ষা মোদের অধিকার বন্ধ করো অনাচার’, ‘সবাই যখন স্বর্গে ইবি কেন মর্গে,’ইবিয়ানদের লক্ষ্য ভিসি হবে দক্ষ’, ‘রাবি, ঢাবি ভিসি পায় ইবি কেনো পিছিয়ে যায়, ‘ভিসি নিয়ে নয় ছয়, আর নয় আর নয়’, ‘সংস্কারমনা ভিসি চাই’ ‘দুর্নীতিমুক্ত ভিসি চাই’, ‘সৎ ও সাহসী ভিসি চাই’, ‘সেশনজটর কবর চাই’সহ বিভিন্ন শ্লোগান দেয়।

মহাসড়ক অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, এক যুগ আগে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলো উপাচার্য পেয়ে গেছে। সেখানে ইসলামী বিশ্ববিদ্যালয় স্বাধীন বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় কিন্তু ইবিতে এখনো কেন ভিসি নিয়োগ হচ্ছে না।

তারা আরো বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত আমরা মহাসড়ক ছাড়বো না। আমরা চাই একজন সৎ, দক্ষ, শিক্ষার্থীবান্ধব ও একাডেমিশিয়ান উপাচার্য। কোন দুর্নীতিবাজ যেন ইবির উপাচার্য না হয়। তাহলে তাকে ক্যাম্পাসে ঢুাতে দেয়া হবে না।

এর আগে গত ৮ আগস্ট পদত্যাগ করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

আরও পড়ুন...