উবার চালক হত্যার রহস্য শিঘ্রই উম্মোচন: ডিএমপি কমিশনার

পিবিএ, ঢাকা: ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বলেছেন উত্তরায় উবার চালক হত্যা রহস্য শিঘ্রই উম্মোচন হবে। এজন্য মাঠে আমাদের টিম কাজ করছে। অপরাধীরা কেউ ছাড়া পাবেনা। আমাদের শক্তিশালী নাইট ভিশন ক্যামেরা মহাখালি থেকে আবদুল্লাহপুর রাস্তায় বসানো আছে। যাতে অপরাধীদের দ্রুত সনাক্ত সহজ হয়।

১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত রাজধানীর নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ উদ্বোধন উপলক্ষে ডিএমপির মিডিয়া সেন্টারে শনিবার বেলা ১১টায় সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ২০১৭ সাল থেকে যে সকল অপরাধ সংগঠিত হয়েছে তার ৯০% রহস্য উদঘাটন করা হয়েছে। প্রতিটি থানায় কম্পিউটার ল্যাব স্থাপন করে নাগরিকদের তথ্য সংরক্ষন করা হছে। সিআইএমএস সফটওয়্যারের মাধ্যমেই নাগরিকের সকল তথ্য সংরক্ষণ করা হচ্ছে। এ পর্যন্ত ২৪১৫০৭ জনের ডিএমপি’র ডাটাবেজে সংরক্ষন করা হয়েছে। ৩০২ টি বিট পুলিশিংয়ের মাধ্যম্যে এসব কাজ করা হচ্ছে। এভাবে নাগরিক তথ্য সংরক্ষনের কারণে অপরাধমূলক কর্মকান্ড অনেক কমে গেছে। যার ফলে রাজধানীতে অপরাধীদের বসবাস হার কমে গেছে অনেক।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মোঃ আছাদুজ্জামান মিয়া বলেন, বিদেশী নাগরিকদের গতিবিধি পর্যবেক্ষণে এসবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে প্রতিনিয়ত। গোয়েন্দাদের সক্রিয়তায় সম্প্রতি অপরাধমূলক জড়িত ইউক্রেনের নাগরিদের দ্রুত গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

সম্মানিত নগরবাসীকে অনুরোধ করে কমিশনার বলেন, আপনারা নিজে নিরাপদ থাকুন অন্যকে নিরাপদে রাখুন। সন্ত্রাস, উগ্রবাদ এবং অপরাধের হুমকি থেকে এই মহানগরীর মানুষকে সুরক্ষিত রাখতে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করুন। আমরা একটি নিরাপদ ঢাকা বিনির্মানের যে প্রচেষ্টা আছে, সে প্রচেষ্টায় আপনাদের নাগরিক দায়িত্ব পালন করুন। আপনার গৃহকর্মী, ড্রাইভার ও ফ্যামিলি মেম্বারদের তথ্য দিয়ে সুনাগরিকের দায়িত্ব পালন করবেন বলে আমরা প্রত্যাশা করি।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সংবাদকর্মীরা তাদের লেখার ও প্রচারের মাধ্যমে নগরবাসীকে সচেতন করতে পারেন। তারা যাতে সঠিক তথ্য পূরণ করে পুলিশকে দেয়। আমরা সংবাদমাধ্যম, টেলিভিশন ও অন্যান্য প্রচার মাধ্যমে নগরবাসীকে সঠিক তথ্য দিতে প্রচারণা চালাব।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম) মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) কৃষ্ণ পদ রায়, অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন) মীর রেজাউল আলম সহ ডিএমপির উর্ধ্বতন কর্মকর্তাগণ।

পিবিএ/এমআইএস/জেডআই

আরও পড়ুন...