উবার নিয়ে এলো এবার কম খরচে হেলিকপ্টার সার্ভিস

পিবিএ ডেস্ক: রাইড শেয়ারিং কোম্পানি উবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে এই সার্ভিস চালু করেছে যেখানে উবার অ্যাপস ব্যবহারকারীরা জন এফ কেনেডি বিমানবন্দর থেকে ম্যানহাটনের জন্য তুলনামূলক কম খরচে ফ্লাইট বুক করতে পারবেন।

বৃহস্পতিবার কোম্পানির পক্ষ থেকে এই অফার ঘোষণা করে বলা হয়, এর প্রিমিয়াম গ্রাহকরা এই সেবা গ্রহণ করতে পারবেন। ৮ মিনিটের এই ভ্রমণে গ্রাইন্ড ট্রান্সপোর্টেশনসহ সর্বসাকুল্যে খরচ পড়বে ২০০ থেকে ২২৫ ডলার। একজন যাত্রী সঙ্গে একটি ছোট স্যুটকেস বহন করতে পারবেন এবং ফ্লাইটের আগে অন্যান্য বিমানের মতোই একটি সেফটি ভিডিও দেখানো হবে। রয়টার্স,দি ডন

এই ফ্লাইটগুলো পরিচালনা করবে হেলিফ্লাইট শেয়ার নামের একটি প্রতিষ্ঠিত কোম্পানি এবং এধরনের অন্যান্য কোম্পানির সঙ্গে সামঞ্জস্য রেখেই এর খরচ নির্ধারণ করা হয়েছে। এই নির্ধারিত প্যাকেজের মধ্যে ম্যানহাটনের দক্ষিন প্রান্তের হেলিপোর্ট পর্যন্ত সড়কপথের যাতায়াতের খরচও অন্তর্ভূক্ত রয়েছে।

উবারের পক্ষ থেকে জানানো হয় , তারা যাত্রীদের ভ্রমনের সময় বাঁচানোর জন্যই এই উদ্যোগ নিয়েছেন। তবে, রয়টার্সের এক প্রতিবেদকের এমন একটি ফ্লাইটে সড়ক পথের ভ্রমনসহ মোট এক ঘন্টা ১০ মিনিট সময় লেগেছে, যা স্বাভাবিক অবস্থায় ট্যাক্সিতে ভ্রমন করলে যতটা সময় ব্যয় হয় তার প্রায় সমান। এবিষয়ে বৃহস্পতিবার উবারের একজন মুখপাত্র জানান, সড়কপথে যানজটের কারণে এতটা সময় লেগেছে তবে তারা ম্যানহাটনে আরো কয়েকটি হেলিপোর্ট নির্মাণের কার্যক্রম শুরু করেছে।

এই মুহুর্তে স্টাটেন দ্বীপের একটি মাত্র হেলিপোর্টের মাধ্যমেই ফ্লাইট পরিচালনা করা হচ্ছে, ভবিষ্যতে তারা যাত্রীদের সময় বাঁচাতে সক্ষম হবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। উবার ইলেক্ট্রিক এয়ার ট্যাক্সি সার্ভিসের আওতায় কোম্পানিটি ২০২৩ সাল নাগাদ লস এঞ্জেলে, ডালাস এবং মেলবোর্নেও এই পরিসেবা চালু করার পরিকল্পনা নিয়েছে বলেও জানান ওই মুখপাত্র।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...