পিবিএ,ঢাকা: বুধবার(১৬ জানুয়ারি) পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে উভয় শেয়ারবাজারের লেনদেন । কমেছে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর । ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সবকটি সূচকের পতন ঘটেছে।
ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৮৩৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩২২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৭ পয়েন্টে।
আজ ডিএসইতে আগের কার্যদিবস থেকে কমে সর্বশেষ লেনদেন শেষে পরিমাণ দাড়িয়েছে ১ হাজার কোটি ৫২ লাখ ৫৫ হাজার টাকায়। যা আগের দিন থেকে ১৩৮ কোটি ৭৯ লাখ ৩৪ হাজার টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ১৩৯ কোটি ৩১ লাখ ৮৯ হাজার টাকার।
আজ ডিএসইতে ৩৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৬ শতাংশ বা ১২৩টির, কমেছে ৫৪ শতাংশ বা ১৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১০ শতাংশ বা ৩৭টির।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৯০০ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ১৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির।
পিবিএ/এফএস