পিবিএ,উলিপুর: কুড়িগ্রামের উলিপুরে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় দেড় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস সূত্রে জানা গেছে, সোমবার উপজেলার গুনাইগাছ ইউনিয়নের রাজবল্লভ গ্রামের মৃত আনছার আলীর পূত্র আবু কালাম তালেবের শয়ন ঘরে বৈদ্যুতিক শর্ট শার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে তা মহুর্তেই ছড়িয়ে পড়ে। এতে ওই বাড়ির দুইটি টিনের ঘরসহ প্রায় দেড় লক্ষাধিক টাকার আসবাবপত্র পুড়ে যায়। খবর পেয়ে উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পিবিএ/রোকনুজ্জামান মানু/বিএইচ