উলিপুরে লিগ্যাল এইড সেবা সমূহের উপর কর্মশালা অনুষ্ঠিত

পিবিএ,কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুরে সরকারি প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সোস্যাল সাপোর্ট কমিটির সদস্যবৃন্দের সাথে আইন, বিধি-বিধান ও লিগ্যাল এইড সেবা সমূহের উপর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন কুড়িগ্রাম-৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন।

কুড়িগ্রামের উলিপুরে সরকারি প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সোস্যাল সাপোর্ট কমিটির সদস্যবৃন্দের সাথে আইন, বিধি-বিধান ও লিগ্যাল এইড সেবা সমূহের উপর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রাম-৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন।

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও মোকাবেল প্রকল্পে উদ্যোগে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির আয়োজনে, মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও সিডা’র অর্থায়নে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান ও উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সরদার।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার উলিপুর অঞ্চল আল মাহমুদ হাসান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আব্দুল আজিজ প্রধান, উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম, উপজেলা সোস্যাল সাপোর্ট কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উলিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার, সংস্থার সহকারি পরিচালক অমল কুমার মজুমদার, প্রকল্প সমন্বয়কারী লুৎফর রহমান, প্রকল্প সমন্বয়কারী ইসফাতুল কবির, প্রকল্প কর্মকর্তা রত্না রানী প্রমূখ।

 

পিবিএ/এমআইবি/আরআই

আরও পড়ুন...