উলিপু‌রে এক ব্যক্তির মর‌দেহ উদ্ধার

পিবিএ,ঢাকা: কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে সা‌জেদুর রহমান দুলুর (৫০) নামের এক ব্যক্তির মর‌দেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। আজ শুক্রবার সকালে উপ‌জেলার ধরনীবা‌ড়ি ইউনিয়‌নের মাঝ‌বিল বাজা‌রের পাশ থে‌কে তার মরদেহ উদ্ধার করা হয়।
দুলু একই ইউনিয়‌নের নাডাবা‌ড়ি গ্রা‌মের আব্দুল ল‌তি‌ফের পুত্র।

থানা অ‌ফিসার ইনচার্জ মোঃ মোয়া‌জ্জেম হো‌সেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ ও চোরাইকৃত এক‌টি লাল রং‌য়ের বকনা গরু উদ্ধার করা হয়। চুরি হওয়া গরুর মালিক কে তা শনাক্ত করার চেষ্টা চল‌ছে। প্রাথমিক তদন্তে মৃত ব্যক্তির শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

জানা গে‌ছে, মৃত ব্যক্তিটি এলাকার চিহ্নিত ও পেশাদার চোর। দীর্ঘদিন ধরে উলিপু‌রের বি‌ভিন্ন এলাকায় এসব কর্মকাণ্ড চালাতো। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

পিবিএ/এমআইবি

আরও পড়ুন...