উস্কানির দায়ে জামাতের ২ জন আটক

 

পিবিএ,ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার বিরোধী উস্কানিমূলক বক্তব্য প্রদানের অভিযোগে তুরাগ থানা জামায়াত ইসলামীর শুরা সদস্য মো: মুসলিম উদ্দিন (৫০) ও চট্টগ্রাম চকবাজার থানা ছাত্র শিবিরের সাথী মহিউদ্দিনকে (২৭) উত্তরা থেকে পুলিশ আটক করেছে। সোমবার সকালে উত্তরা পশ্চিম থানা পুলিশ বিশেষ ক্ষমতা আইনে তাদের গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ড চেয়ে ঢাকার সিএমএম আদালতে পাঠিয়েছে।

শনিবার উত্তরা ১২ নম্বর সেক্টর ও তুরাগের চন্ডাল ভোগ গ্রাম থেকে পুলিশ তাদের দুইজনকে আটক করে।

উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মো: শাহিন মিয়া সোমবার পিবিএকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী তুরাগের চন্ডাল ভোগ গ্রামে থেকে জামাত ইসলামীর শুরা সদস্য মো: মুসলিম উদ্দিন (৫২)কে গ্রেফতার করে। তার বিরুদ্বে তুরাগ থানায় ৩টি বনানী থানায় একটি মামলা রয়েছে। চট্রগ্রাম চকবাজার থানা ছাত্র শিবিরের সাথী মহিউদ্দিনকে (২৭) ১২ নম্বর সেক্টর থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে চট্রগ্রামের কোতয়ালী থানায় একটি মামলা রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার বিরোধী বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য প্রদানের দায়ে তাদেরকে আটক করা হয়েছে। পুলিশ ১০ দিনের রিমান্ড চেয়ে ঢাকার সিএমএম আদালতে পাঠিয়েছে।

পিবিএ/এমজি/জেডআই

আরও পড়ুন...