উৎসব বিহীন ভোট হলো রংপুরে

পিবিএ, রংপুর : উৎসব বিহিন ভোট চলছে রংপুর বিভাগের ২৫ উপজেলায়। দুপুর ২টা প্রর্যন্ত কেন্দ্রগুলোতে ভোটার উপস্তিতি ছিলো একেবারে সিমিত।

রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয় সুত্র জানিয়েছেন রংপুর বিভাগের চার জেলার ২৫ টি উপজেলায় ভোট গ্রহন চলছে। এর মধ্যে আদিতমারি উপজেলায় ভোট গ্রহন স্থাগিত করা হয়েছে।

সরজমিনে দেখা লালমনির হাটে হাতিবান্ধা কালিগঞ্জ উপজেলা বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে দুপুর ১২ টা প্রযন্ত ভোটারদের কোনো লাইন নেই। কেন্দ্রে বাহিরেও ভোটারদের কোনো ভির নেই।

কালিগঞ্জ মহিমা রঞ্জন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বেলা সাড়ে ১১টা প্রযর্ন্ত ভোট পড়েছে ১২ ভাগ। ভোটার উপস্থিতি বিষয়ে এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হাসীন জানান এখন প্রযন্ত ভোটারের লাইন হয়নি। তবে দু এক জন করে এসে ভোট দিয়ে যাচ্ছেন। ভোট সুষ্টু ও সুন্দর পরিবেশে হচ্ছে।

ঐকেন্দ্রে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নাজনিন নাহার জানান ভোটার উপস্তিতি কম হওয়া বিষয়টি দঃখ জনক। নির্বাচন কমিশনের উচিত ছিলো ভোটারদের আস্থায় নিয়ে ভোটারদের নিয়ে কেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করা। যতটুকু ভোট হচ্ছে এখন পর্যন্ত ভালো হচ্ছে। বিজয়ের ব্যাপারে আমি আশাবাদি।

অন্যদিকে হাতীবান্ধা উপজেলার আরাজি চ্যাংঝারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে বেলা ১২টায়ও কোনো লাইন নাই। তবে এই কেন্দ্রে বাহিরে কিছু ভোটার দেখা গেছে। এই কেন্দ্রে দেখা গেছে সিলের কালির সমস্যা।

এবিষয়ে ঐ কেন্দ্রে উপস্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী (আনারস মার্কা) আলমগীর হোসেন রন্টু অভিযোগ করে জানান, প্রতিটি সেন্টারে আমি যাচ্ছি দেখছি কালি কম, একটা পেপারে যদি সিল মারি তাহলে আর একটি পেপারে সিল মারার সময় কালি থাকে না।

তিনি আরো বলেন গতকাল রাতে আবু বক্কর সিদ্দিক শ্যামল নামের এক আ.লীগ নেতা আমার কর্মীদের হুমকি ধামকি দিয়েছে যাতে কোনো ভোটার কেন্দ্রে না আসে।

লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক জানান পুলিশ, র্যাব, বিজিবি, আনসার বাহিনীর পাহাড়ায় ভোট গ্রহন চলছে। সকাল থেকে কোথাও কোনো ধরনের অপ্রিত্তিকর ঘটনা ঘটেনি।

পিবিএ/এএস/ জেডআই

আরও পড়ুন...