পিবিএ ডেস্ক: ভারতের উড়িশ্যা উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ফণী। দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঝড়ের গতিবেগ ঘণ্টায় প্রায় ২০০ কিলোমিটার। এই ঝড়ের তাণ্ডব চলতে পারে আরও ৩ ঘণ্টা। ফনির ফলে গোটা জগন্নাথধাম বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
ইতোমধ্যে আট লাখেরও বেশি মানুষকে উড়িশা উপকূলবর্তী অঞ্চল থেকে সরিয়ে নিয়েছে সেখানকার সরকার। খবর আনন্দবাজার।
উড়িশ্যা পুরী, কেন্দ্রাপড়া, বালেশ্বর, ময়ূরভঞ্জ, গজপতি, কটক, জাজপুরসহ উপকূলবর্তী অঞ্চল থেকে স্থানীয়দের সরিয়ে সাইক্লোন সেন্টারে আপাতত রাখা হয়েছে। নৌবাহিনী, উপকূল রক্ষা বাহিনী এবং বির্পযয় মোকাবিলা বাহিনীর ৭৮টি দল ইতিমধ্যে উপকূলবর্তী এসব অঞ্চলগুলোতে পাঠানো হয়েছে।
ফণীর জেরে এখনও পর্যন্ত বাতিল ২৩৩টি ট্রেন। উড়িশ্যার পরেই পশ্চিবঙ্গে আসবে ঝড়।তারপর বাংলাদেশে।
পিবিএ/এএইচ