উড়োজাহাজের টয়লেটে থেকে ১২০টি স্বর্ণের বার উদ্ধার

পিবিএ ডেস্ক: ব্যাংকক থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকে ১২০টি স্বর্ণের বার উদ্ধার করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা বিভাগ। এগুলোর মোট ওজন ১৪ কেজি। শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ওই উড়োজাহাজে শুল্ক গোয়েন্দার অভিযানে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাংকক থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকে ১২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত স্বর্ণের বার

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের মাধ্যমে শুল্ক গোয়েন্দা দল জানতে পারেন ব্যাংকক থেকে আগত বিএস-২১৪ ফ্লাইটের মাধ্যমে স্বর্ণ চোরচালান হবে। এর প্রেক্ষিতে শুল্ক গোয়েন্দা দল ফ্লাইটটির দিকে নজর রাখে। বিমানটি অবতরণের সঙ্গে সঙ্গে তারা ওই বিমানে তল্লাশি শুরু করেন। এক পর্যায়ে বিমানের টয়লেটে পরিত্যক্ত অবস্থায় ১২০টি স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণবারের আনুমানিক মূল্য ৭ কোটি টাকা।

উদ্ধারকৃত স্বর্ণবারের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন ড. মো. শহিদুল ইসলাম।

পিবিএ/আরআই

আরও পড়ুন...