পিবিএ, নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলার নলদিয়া গ্রামে ঋন পরিশোধে ব্যার্থ হয়ে বদরেজ্জামান প্রকাশ স্বপন (৫০) নামে এক প্রবাসী গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করেছে। ওই আত্মহত্যার ঘটনাটি ঘটেছে রোববার (৭জুলাই) রাতে উপজেলার ৯নং নবীপুর ইউনিয়নের নলদিয়া গ্রামের নাদু মুন্সী বাড়ীতে। নিহত বদরেজ্জামান ওই বাড়ীর মৃত হাফেজ লকিয়ত উল্যাহর ছেলে। সে সদ্য কাতার পেরৎ। স্বপনের স্ত্রী ,এক পুত্র ও দুই কন্যা সন্তান রয়েছে।
সেনবাগ থানার ওসির দায়ীত্বে থাকা (ওসি-তদন্ত) মোহাম্মদ আবদুল আলী পাটোয়ারী পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, কাতার পেরৎ বদরেরজ্জামান বিভিন্ন লোকজনের দেনার দায়ে ঋন গ্রস্থ হয়ে পড়ে। লোকজনের চাপে ঋনের টাকা পরিশোধ করতে ব্যার্থ হয়ে মানষিক চাপে আত্মহত্যা করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মৃত্যুর বিষয়টি নিয়ে পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।
পিবিএ/জেএল/বিএইচ