পিবিএ,ডেস্ক: হিউলেট প্যাকার্ড এন্টারপ্রাইজ (এইচপিই) ভারতে ৫০ কোটি ডলার বিনিয়োগ করবে। দেশটিতে পরিচালিত কার্যক্রমের প্রবৃদ্ধি ও উৎপাদন শুরুর লক্ষ্যে আগামী পাঁচ বছরে এ অর্থ বিনিয়োগ করা হবে। খবর ইটি ব্যুরো।
ভারতের বেঙ্গালুরুতে এইচপিইর নিজস্ব ক্যাম্পাস রয়েছে। এ ক্যাম্পাসে একটি হাই-টেক এক্সটেনশন নির্মাণ করবে প্রতিষ্ঠানটি। সেখানে ১০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
এইচপিই ইন্ডিয়ার প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যান্টোনিও নেরি বলেন, ভারত বিশ্বের অন্যতম বৃহৎ এবং দ্রুত বর্ধমান অর্থনীতির দেশ। এইচপিইর বৈশ্বিক ব্যবসা সম্প্রসারণের অংশ হিসেবে আমাদের বিনিয়োগ দেশটির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এ বিনিয়োগের ফলে দেশটিতে আমাদের গ্রাহক, অংশীদার, কর্মী এবং ভারতীয়রা উপকৃত হবেন।
এইচপিই ইন্ডিয়ার বিবৃতিতে বলা হয়, তারা চলতি বছর শেষ হওয়ার আগেই ভারতে ইন্টারনেট অব থিংস বা আইওটি সলিউশন উৎপাদন শুরু করবে, যা ভারত সরকার গৃহীত ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগকে আরো গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।
পিবিএ/ইকে