বিশ্বকাপের আগে নতুন সিরিজ খেলতে আয়ারল্যান্ড যাচ্ছে বাংলাদেশ

পিবিএ, ঢাকা : আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ আসরের আগে আয়ারল্যান্ডে সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল, এমনটা শোনা যাচ্ছিল অনেকদিন ধরেই। তবে ঠিক কবে নাগাদ সিরিজটি শুরু হবে তার দিনক্ষণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছিল না। অবশেষে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশ দলের আয়ারল্যান্ড সফরের সূচি প্রকাশ করেছে ক্রিকেট আয়ারল্যান্ড।

বাংলাদেশের সাথে ত্রিদেশীয় সিরিজে অংশ নিবে উইন্ডিজও। বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে বাংলাদেশের অংশগ্রহণে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আইরিশ ক্রিকেট বোর্ড। যেখানে প্রতিযোগিতার আরেক দল উইন্ডিজ।

ডাবল রাউন্ড রবিন পদ্ধতিতে আয়োজিত হতে যাওয়া প্রতিযোগিতাটিতে মোট ম্যাচ সংখ্যা ৭টি। একদিন বিরতি দিয়ে মোট দুই ভেন্যু- ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠের পাশাপাশি ম্যালাহাইড ক্রিকেট ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে সিরিজের ম্যাচগুলো।

তিন দলের অংশগ্রহণে ৫ মে থেকে মাঠে গড়াবে ত্রিদেশীয় সিরিজটি। যার পর্দা নামবে ১৭ মে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে। প্রতিযোগিতার বিজয়ী নির্ধারণের আগে অর্থাৎ ফাইনাল ম্যাচের আগে অংশগ্রহণকারী দলগুলো পরষ্পরের বিপক্ষে মোট দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।

স্বাগতিক আয়ারল্যান্ড ও উইন্ডিজের মধ্যকার লড়াই দিয়ে শুরু হবে সিরিজটি। প্রকাশিত সূচি অনুযায়ী ৫ মে প্রতিযোগিতা মাঠে গড়ানোর একদিন পর ৭ মে নিজেদের প্রথম ম্যাচে উইন্ডিজের বিপক্ষে লড়বে মাশরাফি বিন মুর্তজা ও তার সতীর্থরা। ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠে প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচ খেলার পর ৯ মে ম্যালাহাইড ক্রিকেট ক্লাব মাঠে স্বাগতিকদের মুখোমুখি হবে টাইগাররা।

১১ মে স্বাগতিক আইরিশ ও ক্যারিবীয়ানদের লড়াইয়ের পর ১৩ মে উইন্ডিজের বিপক্ষে ফের মাঠে নামবে বাংলাদেশ। এ ম্যাচটিও অনুষ্ঠিত হবে ম্যালাহাইড ক্রিকেট ক্লাব মাঠে। ফাইনালের আগে এরপর নিজেদের চতুর্থ ম্যাচে ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠে ১৫ মে আবারও স্বাগতিকদের বিপক্ষে মাঠের লড়াইয়ে মোকাবেলা করবে মাশরাফিরা।

অতঃপর ১৭ মে অনুষ্ঠিত হবে সিরিজের ফাইনাল ম্যাচটি। যা অনুষ্ঠিত হবে ম্যালাহাইড ক্রিকেট ক্লাব মাঠে।

ত্রিদেশীয় সিরিজের সূচি-

৫ই মে, আয়ারল্যান্ড বনাম উইন্ডিজ, ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব,৭ই মে, উইন্ডিজ বনাম বাংলাদেশ, ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব,৯ই মে, আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ, মালাহাইড ক্রিকেট ক্লাব,১১ই মে, আয়ারল্যান্ড বনাম উইন্ডিজ, মালাহাইড ক্রিকেট ক্লাব

১৩ই মে, উইন্ডিজ বনাম বাংলাদেশ, মালাহাইড ক্রিকেট ক্লাব,১৫ই মে, বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড, ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব,১৭ই মে, ফাইনাল, মালাহাইড ক্রিকেট ক্লাব

১৬ সদস্যের বাংলাদেশ দলঃ

তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন আলী, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, লিটন দাস, মেহেদী মিরাজ, ইমরুল কায়েস, তাসকিন আহমেদ, আফিফ হোসেন

পিবিএ/এমএস

আরও পড়ুন...