পিবিএ ডেস্ক: নাচে ভীষণ পারঙ্গম বলিউড অভিনেত্রী কোয়েনা মিত্র। কোমরের দোলায় ভক্ত-অনুসারীদের মনে কাঁপন ধরাতেন একসময়। সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা আলাপচারিতায় মেতে উঠেন এই অভিনেত্রী। সংবাদমাধ্যম নিউজ১৮-এর প্রতিবেদনে জানা যায়, ভারতে তুমুল জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ১৩তম আসরের প্রতিযোগী কোয়েনা মিত্র। এই অনুষ্ঠানেই জীবনের পার করে আসা কিছু বেদনাদায়ক স্মৃতি রোমন্থন করলেন তিনি। জানালেন সাবেক প্রেমিককে নিয়ে তিক্ত অভিজ্ঞতার কথা।
কোয়েনা জানান, একসময় তুরস্কে বসবাস করতেন তিনি। তাঁর প্রেমিক ছিলেন ভীষণ কর্তৃত্ববাদী। একবার তাঁর সঙ্গে দেখা করতে তুরস্কে আসেন কোয়েনার ওই বিশেষ ব্যক্তি। কিন্তু এসে কোয়েনাকেই নিজের ফ্ল্যাটের বাথরুমে আটকে রাখেন তিনি। কোয়েনা যাতে কাজে বের হতে না পারেন, সেই উদ্দেশ্যেই এই কাণ্ড ঘটান ওই ব্যক্তি। তবে ব্যক্তিগত এই ঘটনাটি প্রকাশ্যে আনলেও, সাবেক প্রেমিকের নাম কিছুতেই উল্লেখ করেননি কোয়েনা।
বক্স অফিসে ঝড় তোলা কয়েকটি ছবিতে অভিনয় করে করে আলোচনায় আসেন অভিনেত্রী কোয়েনা মিত্র। তবে এর পরই অপ্রত্যাশিতভাবে রূপালি পর্দার জগত থেকে হারিয়ে যান তিনি। নাকে একটি ভুল অপারেশন নাকি ক্যারিয়ার শেষ করে দিয়েছে, এমনটি জানিয়েছিলেন এই অভিনেত্রী। ২০০৪ সালে মুক্তি পেয়েছিল কোয়েনা অভিনীত ‘মুসাফির’ ছবিটি। গানটিতে সঞ্জয় দত্তের সঙ্গে নেচে ঝড় তুলেছিলেন কোয়েনা। তাঁদের ‘ও সাকি সাকি’ তুমুল জনপ্রিয় হয়েছিল। আজও সে গানের আবেদন ফুরায়নি।
পিবিএ/বিএইচ