পিবিএ ডেস্ক : জুতা কেনার সময় আপনি মাথায় যে যে জিনিস রাখেন তার মধ্যে রয়েছে আরাম, স্টাইল, কার্যকারিতা এবং অবশ্যই দাম। বিশেষ করে ব্র্যান্ডেড জুতো বললেই চকচকে নতুন আরামদায়ক এক জোড়া জুতার কথাই তো মনে আসে। কিন্তু যদি দেখেন পুরনো ব্যবহার করা জুতোই বিশ্ববিখ্যাত ব্র্যান্ড বেচছে তাহলে? আর সেই পুরনো, নোংরা, ব্যবহৃত জুতোর দাম যদি হয় ৬০ হাজার টাকা!
ইতালিয়ান বিলাসবহুল ব্র্যান্ড গুচি (Italian luxury brand Gucci ) তাদের একটি জুতো বিক্রির জন্য অনলাইনে দুর্দান্ত ট্রোলিংয়ের শিকার হয়েছেন। নেট নাগরিকদের মতে, যে জুতা গুচি বিক্রি করছে তা দেখেই মনে হচ্ছে অন্তত টানা ৬ মাস কেউ ওই জুতো পরে মাঠে কাজ করেছে। তবে সে নোংরা জুতা হলেও চাপ নেই, কিন্তু এমন দাম! নোংরা ওই জুতো জোড়ার দাম শুনলে হাসবেন না অবাক হবেন ভাবতেই সময় পেরিয়ে যাবে একথা সত্য। এই জুতা জোড়ার দাম হচ্ছে ৮৭০ ডলার, মানে ৬১ হাজার টাকা!
গুচির মতে, তাদের ক্রুজ ২০১৯ সংগ্রহ থেকে ক্যানভাস এবং চামড়া জুতার আসলে এটি একটি ‘ভিন্টেজ এফেক্ট! যাইহোক, গুচির বক্তব্যে নেটিজেনরা মোটেও প্রভাবিত নন। তারা জোর কদমে চালিয়ে যাচ্ছে ট্রোলিং।
এই ইতালিয়ান হাই ফ্যাশন ব্র্যান্ড পুরনো দেখতে জুতো বিক্রি করার জন্য এই প্রথম যে সমালোচনার মুখে পড়েছে তা নয়। গত বছর, গোল্ডেন গুজ টেপ দিয়ে জোড়া এমন দেখতে এক জোড়া জুতা বিক্রির জন্য অনলাইনে ব্যাপক সমালোচনার মুখে পড়ে।
পিবিএ/জিজি