এএফসি এগ্রো ১০০ কোটি টাকার জিরো কুপন বন্ড ছাড়বে

 

পিবিএ, ঢাকা : পুঁজিবাজারে তালিকাভুক্ত এএফসি এগ্রোর পরিচালনা পর্ষদ পাঁচ বছর মেয়াদি ১০০ কোটি টাকার জিরো কুপন বন্ড ছাড়তে চায়। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিয়ে এ বন্ড ছাড়া হবে বলে সোমবার (২ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জানানো হয়েছে।

ব্যাংক কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে ডিএসই জানিয়েছে, পরিচালন মূলধনের সহায়তার অংশ হিসেবে কোম্পানিটি এ বন্ড ছাড়বে। এর সুদহার ১১ শতাংশ।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমোদন দিলে কোম্পানিটি এ বন্ড ছাড়তে পারবে।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...