একইসঙ্গে ৭ সন্তান প্রসব!

7_chield_brown_irak-PBA

পিবিএ ডেস্ক: ইরাকের দিয়ালা প্রদেশে এক মা একইসঙ্গে ৭ সন্তানের জন্ম দিয়েছেন। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে ২৫ বছর বয়সী এই মাকে কোনো সিজারিয়ান পদ্ধতি বেছে নিতে হয়নি।তিনি এই ৭ সন্তানের জন্ম দিয়েছেন প্রাকৃতিক উপায়ে।

জানা গেছে, একই সঙ্গে পৃথিবীর আলো দেখা এই নবজাতকেরা ও মা সুস্থ রয়েছে। ধারণা করা হচ্ছে ইরাকে এক সঙ্গে সাত সন্তানের জন্মের ঘটনা এই প্রথম। তবে মায়ের পরিচয় প্রকাশ করা হয়নি।

স্থানীয় স্বাস্থ্য বিভাগের মুখপাত্র ফিরাজ আল আজ্জাবী এক বিবৃতিতে বলেছেন, নবজাতক ও মা সুস্থ আছেন। তবে মায়ের নাম প্রকাশ থেকে বিরত থাকতে চান তারা।

বিবৃতিতে আরো জানা গেছে, ৭ নবজাতকের মধ্যে ৬ মেয়ে ও এক ছেলে। সদ্য জন্ম নেয়া এই শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।

প্রকাশিত ছবিতে দেখা যায়, ছোট্ট ছোট্ট চারটি শিশু একসঙ্গে একটি বিছানার ওপর শুয়ে আছে। গত বছর লেবাননের সেইন্ট জর্জ ইউনিভার্সিটি হাসপাতালে একজন মায়ের গর্ভ থেকে একই সঙ্গে তিনটি মেয়ে ও তিনটি ছেলে শিশু জন্ম হয়।

আরও পড়ুন...