একই সঙ্গে বিবাহবার্ষিকী পালন করলেন অনন্ত-বর্ষা

পিবিএ ডেস্ক: রক্তাক্ত লড়াইয়ের মঞ্চ রোমের কলোসিয়াম। প্রাচীন স্থাপত্যশিল্পের এক অসাধারণ নিদর্শন, যা একই সঙ্গে রোমানদের হিংস্রতা আর নির্মাণশৈলীর এক অনন্য নিদর্শন হয়ে টিকে আছে শত শত বছর ধরে। বিবাহবার্ষিকীর দিনটি এই শহরেই কাটালেন আলোচিত তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। গতকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) ছিল তাদের অষ্টম বিবাহবার্ষিকী। বর্তমানে ইতালির রোমে অবস্থান করছেন তারা। সঙ্গে রয়েছে তাদের সন্তানরা।

সেখান থেকে বিশেষ দিনটিতে নিজেদের জন্য দোয়া চেয়েছেন অনন্ত জলিল। সামাজিক যোগাযোগমাধ্যমে রোমের কলোসিয়ামের সামনে তোলা বেশকিছু ছবি শেয়ার করেছেন তিনি। অনন্ত বলেন, আমাদের বিবাহিত জীবনের ৮ বছর পূর্ণ হলো। আমাদের জন্য দোয়া করবেন। এদিকে, ২০১১ সালের বিয়ে করেন অনন্ত জলিল ও বর্ষা। ২০১৪ সালের এই তারকা দম্পতির ঘর আলো করে আসে ছেলে আরিজ ইবনে জলিল। ২০০৭ সালে জন্ম নেয় তাদের দ্বিতীয় সন্তান আবরার ইবনে জলিল।

প্রসঙ্গত, ২০১০ সালে ‘খোঁজ দ্য সার্চ’ ছবির মধ্যদিয়ে রূপালি পর্দায় পা রাখেন অনন্ত জলিল। সঙ্গে ছিলেন চিত্রনায়িকা বর্ষাও। এরপর এ জুটি ‘হৃদয় ভাঙা ঢেউ’, ‘দ্য স্পিড’, ‘মোস্ট ওয়েলকাম’, ‘মোস্ট ওয়েলকাম টু’ ও ‘নিঃস্বার্থ ভালোবাসা’ ছবিতে কাজ করেছেন। বর্তমানে এই জুটি অভিনয় করছেন ‘দিন : দ্য ডে’ ছবিতে।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...