পিবিএ ডেস্ক: স্বাধীন ভারতের প্রথম জঙ্গি ছিলেন একজন হিন্দু। আর তাঁর নাম নাথুরাম গডসে।’ সম্প্রতি এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় নায়ক কমল হাসান। তিনি মক্কাল নিধি মইয়ম (এমএনএম) নামে সদ্যগঠিত একটি রাজনৈতিক দলেরও প্রধান।
গতকাল রোববার ভারতের তামিলনাড়ু রাজ্যে নিজ দল এমএনএমের নির্বাচনী প্রচারের ফাঁকে ওই মন্তব্য করেন কমল হাসান।
সূত্র জানায়, গতকাল রাজ্যের কারুর জেলার আরবাকুরিচিতে মুসলিম অধ্যুষিত এলাকায় প্রচারে যান কমল হাসান। সেখানে এক সভায় তিনি বলেন, ‘এটা মুসলিম অধ্যুষিত এলাকা বলে বলছি না, ভারতের বিরোধীরা আমাকে আক্রমণ করেছিল, কারণ আমি বলেছিলাম ভারতের মাটিতে হিন্দু কট্টরপন্থা রয়েছে।’
‘আমি বলেছি, স্বাধীন ভারতের প্রথম জঙ্গিই ছিল একজন হিন্দু। তাঁর নাম হলো নাথুরাম গডসে। আর সেখান থেকেই শুরু,’ বলেন এমএনএম নেতা।
কমল হাসান আরো বলেন, ‘আমরা চাইছি এমন এক ভারত, যা সবার জন্য সমান হবে। আমি সব সময়ই বলেছি সন্ত্রাসবাদ ভুল। তা সে হিন্দু হোক বা মুসলিম। কোনো ধর্মই হিংসা বরদাশত করে না, কোনো ধর্মই হিংসার কথা বলে না।’
এদিকে কমল হাসানের এ বক্তব্যের পর ভারতীয় রাজনীতির আঙিনায় তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে।
নাথুরাম গডসে ছিলেন ভারতের হিন্দু কট্টরপন্থী সংস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সদস্য ও চরমপন্থী। ১৯৪৮ সালে তিনি অহিংস আন্দোলনের নেতা ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীকে গুলি করে হত্যা করেন।লীগরে ছাত্রলীগরে আহবায়ক মো.আমনিুল ইসলাম সলেমিরে বরিুদ্ধে মাদক বক্রিয় ও সবেনরে অভযিোগ প্রমান হলে দল থকেে তাকে বহস্কিার করা হব।
পিবিএ/হক