একটু পর মাঠে নামছে টাইগাররা

পিবিএ,খেলাধুলা: ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে আজ স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায়। একই দিনে মাঠে নামছে টাইগাররাও। তবে সেটা আন্তর্জাতিক কোনো ম্যাচের জন্য নয়, বাংলাদেশ মাঠে নামছে প্রস্তুতি ম্যাচ খেলতে।

আয়ারল্যান্ড ওলভসের বিপক্ষে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন দলের এই ম্যাচটি সিরিজ শুরুর প্রস্তুতি। ডাবলিনের ক্লনটার্ফ ক্রিকেট মাঠ, যার পাশেই অবস্থিত দ্যা হিলস ক্রিকেট মাঠ। এখানেই আয়ারল্যান্ড ওলভসের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। প্রস্তুতি ম্যাচটিও শুরু হবে বাংলাদেশ সময় বিকাল পৌনে পাঁচটায়। শক্তির বিচারে বাংলাদেশ ও উইন্ডিজ ফাইনালে ওঠার লড়াইয়ে এগিয়ে থাকলেও এই সিরিজে স্বাগতিক দলও চমক দেখাতে পারে। ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র ওয়ানডেতে শুক্রবার নিজেদের সামর্থ্যের প্রমাণও দিয়েছে আয়ারল্যান্ড। সবকিছু মিলিয়ে প্রস্তুতি ম্যাচ তাই বাংলাদেশের জন্যও এক আদর্শ মঞ্চ।

বাংলাদেশ স্কোয়াড:মাশরাফি (অধিনায়ক), তামিম, সৌম্য, লিটন, সাকিব (সহ-অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, মুশফিক, সাব্বির, মোসাদ্দেক, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান, মুস্তাফিজ, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল, আবু জায়েদ, ইয়াসির আলী, নাঈম, তাসকিন ও ফরহাদ রেজা।

আয়ারল্যান্ড ওলভস একাদশ:হ্যারি টেক্টর (অধিনায়ক), মার্ক এডেইর, জেমস ক্যামেরন-ডো, পিটার চেজ, স্টিফেন ডোহেনি, শেন গেটকাটে, ট্রাইওন কেন, নেইল রক, জেমস শ্যানন, সিমি সিংহ, জ্যাক টেক্টর ও ক্রেইগ ইয়াং।

পিবিএ/এমএস

আরও পড়ুন...