একদিন পরই কমল সোনার দাম

রেকর্ড দাম বাড়ানোর একদিন পরই দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছে। সোনার প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৭৫০ টাকা কমানো হয়েছে। এতে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ১ লাখ ১০ হাজার ৬৯১ টাকা। যা আজকে ছিল ১ লাখ ১২ হাজার ৪৪১ টাকা।

বৃহস্প‌তিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী (পাকা) সোনার দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। শুক্রবার থেকে নতুন দাম কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, শুক্রবার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা কিনতে লাগবে ১ লাখ ১০ হাজার ৬৯১ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৫ হাজার ৬৭৬ টাকা।

আর ১৮ ক্যারেটের সোনা ৯০ হাজার ৫৭১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরির দাম পড়বে ৭৫ হাজার ৪৬৬ টাকা।

এর আগে বুধবার সোনার দাম বাড়ানো হয়, যা আজ কার্যকর হয়। সে অনুযায়ী, আজকে ২২ ক্যারেটের সোনার ভরি ১ লাখ ১২ হাজার ৪৪১ টাকা, ২১ ক্যারেটের ১ লাখ ৭ হাজার ৩০৯ টাকা, ১৮ ক্যারেটের ৯২ হাজার ২৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ৭৬ হাজার ৬৩২ টাকায় বিক্রি হচ্ছে।

তবে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা বিক্রি হচ্ছে।

আরও পড়ুন...