এক’শ টাকার জন্য কুমিল্লায় যুবক খুন; ঘাতক আটক

পিবিএ,লাকসাম,কুমিল্লা: কুমিল্লার লাকসামে দেনাদারের কাছে মাত্র এক শ’ টাকা ফেরত চাওয়ায় ছুরিকাঘাতে মোঃ নজরুল ইসলাম (১৯) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। লাকসাম পৌর শহরের পশ্চিমগাঁও বাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। লাকসাম থানা পুলিশ বুধবার (২৬ জুন) সকালে ঘাতক পারভেজ ওরফে কালাকে (২০) গ্রেফতার করে কুমিল্লার আদালতে প্রেরণ করেছে।

নিহত নজরুল ইসলাম উপজেলার মুদাফফরগঞ্জ দক্ষিণ ইউনিয়ের কাগইয়া গ্রামের মোঃ আলী আকবরের ছেলে। তারা পশ্চিমগাঁও বাগবাড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করত।
পুলিশ সূত্র জানায়, ঘাতক পারভেজ ওরফে কালা নজরুল ইসলামের কাছ থেকে এক শ’ টাকা ধার নেয়।
গত মঙ্গলবার রাতে নজরল কালার বাড়িতে গিয়ে পাওনা টাকা চাওয়ায় উভয়ের মাঝে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কালা ঘর থেকে ছুরি এনে নজরুলের পেটে আঘাত করলে গুরুতর আহত হয়। এসময় স্থানীয় লোকজন এগিয়ে এলে ঘাতক কালা পালিয়ে যায়। পরে তারা নজরুলকে উদ্ধার করে প্রথমে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থা আশংকাজনক দেখে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে সে মৃত্যুবরণ করে।

এ ঘটনায় নজরুলের পিতা মোঃ আলী আকবর বাদী হয়ে মোঃ পারভেজ ওরফে কালাকে একমাত্র আসামি করে লাকসাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, ঘাতক পারভেজ ওরফে কালাকে গ্রেফতার করে কুমিল্লার আদালতে প্রেরণ করা হয়েছে। হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে।

পিবিএ/সিএস/হক

আরও পড়ুন...