পিবিএ ডেস্ক: ছবিতে অভিনয় নয়, তবে দীর্ঘদিন পর আবার ছবিতে একসঙ্গে ভয়েস ওভার করবেন বাবা ও ছেলে। বলা হচ্ছে শাহরুখ খান ও তাঁর ছেলে আরিয়ান খানের কথা। আগামী মাসেই মুক্তি পাবে ডিজনি প্রযোজিত ‘দ্য লায়ন কিং’।
১৯৯৪ সালের একই নামের অ্যানিমেশন ছবিটির রিমেক এই ছবি। আর এই ছবির হিন্দি সংস্করণের জন্যই ডাবিং করতে রাজি হয়েছেন শাহরুখ ও আরিয়ান। ট্যুইটারে ছেলের সঙ্গে একটি ছবি পোস্ট করে খবরটি জানিয়েছেন স্বয়ং শাহরুখ।
‘দ্য লায়ন কিং’ এর দুটি বিখ্যাত চরিত্র হল মুফাসা ও সিম্বা। সিংহ মুফাসার ছেলেই সিম্বা। মুফাসার চরিত্রের জন্য ডাবিং করবেন শাহরুখ ও বলাই বাহুল্য সিম্বার চরিত্রের জন্য ডাবিং করবেন আরিয়ান। এই প্রসঙ্গে শাহরুখ জানিয়েছেন, ‘আমার পরিবারের প্রত্যেকেরই অত্যন্ত পছন্দের ছবি দ্য লায়ন কিং এবং ছবিটার জন্য পরিবারের প্রত্যেকের মনে একটা বিশেষ জায়গা রয়েছে। বাবা হিসেবে মুফাসা ও তার ছেলে সিম্বা চরিত্রটার সঙ্গে আমি নিজের মিল খুঁজে পাই। ছবিটার আবেদন চিরকালীন এবং আরিয়ানের সঙ্গে এই ছবির অংশ হয়ে ছবিটার গুরুত্ব আমার কাছে আরও বেড়ে গিয়েছে। আব্রাম ছবিটা দেখবে বলে আমরা আরও উত্তেজিত।’
এর আগে ‘দ্য ইনক্রেডিবলস’ (২০০৪) ছবির হিন্দি সংস্করণ ‘হাম হ্যায় লা জবাব’ ছবির জন্য ডাব করেছিলেন শাহরুখ ও আরিয়ান। অন্যদিকে পিতৃদিবসের দিন অ্যাসিড আক্রান্ত মহিলাদের জন্য কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ‘মীর ফাউন্ডেশন’ এর ওয়েবসাইটটি প্রকাশ করেন শাহরুখ। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘আমার বাবার নামাঙ্কিত এই সংস্থার ওয়েবসাইটটি প্রকাশ করার জন্য আমার কাছে পিতৃদিবসের থেকে আর ভালো দিন হতে পারে না।’
পিবিএ/এএইচ