একসময় গ্রাম বাংলায় বন-জঙ্গলে প্রচুর সংখ্যক কাঠ ঠোকরা পাখি দেখা মিলত। নগরায়ন, জলবায়ুসহ বিভিন্ন বৈরী পরিবেশের কারণে এ পাখির সংখ্যা একেবারে কমে গেছে। বন-জঙ্গের পাশে গাছে বাসা তৈরির জন্য কাঠ ঠোকরা ঠোঁট দিয়ে গাছে গর্ত খুঁড়ার শব্দ এখন আর শোনা যায় না। এমনি এক বৈরী পরিবেশে মাথায় লাল ঝুটিঁ, কালো লাল রঙের পালক কাঠ ঠোকরার দেখা মেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাব প্রঙ্গনের গাছে। ছবিটি শুক্রবার দুপুরে তোলা। ছবি : পিবিএ/ প্রীতম মাহমুদ