একাদশে ফিরেই ওয়ার্নারের বাজিমাত!

পিবিএ,ডেস্ক: অষ্ট্রেলিয়া একাদশে ফিরেই ওয়ার্নারের বাজিমাত!
ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং করছে অষ্ট্রেলিয়া। আর অষ্ট্রেলিয়া একাদশে ফিরেই ওয়ার্নারের বাজিমাত!
আজ রবিবার অ্যাডিলেইড স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে টিসে জিতে স্বাগতিক অষ্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠায় সফররত শ্রীলঙ্কা। আর ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে অষ্ট্রেলিয়ার দুই ওপেনার।

মাত্র ৩১ বলে ছক্কা হাঁকিয়ে অর্ধশতক তুলে নেন ক্যাপ্টেন ফিঞ্চ। যেখানে ৩ ছক্কা ও ৬ চারের মার। পরবর্তীতে ৬৪ রান করে আউট হন তিনি।

অন্যদিকে ২৯ বলে অর্ধশতক তুলে নেন ওয়ার্নার। ৩ ছক্কা ও ৫ চারে সাজিয়েছেন তিনি।

শেষ খবর পাওয়া পর্যন্ত মাত্র ১৭ ওভারে ১ উইকেট হারিয়ে ২০৩ রান করেছে অষ্ট্রেলিয়া।

অষ্ট্রেলিয়ার একাদশঃ অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাশটন টার্নার, অ্যালেক্স কেরি (উইকেটকিপার), অ্যাশটন আগার, প্যাট্রিক কামিনস, মিচেল স্টার্ক, কেন রিচার্ডসন, অ্যাডাম জাম্পা।

শ্রীলঙ্কার একাদশঃ লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), ধনুশকা গুণাথিলিকা, কুসাল মেন্ডিস, ভানুকা রাজাপক্ষ, কুসাল পেরেরা (উইকেটকিপার), ওশাদা ফার্নান্দো, দাশুন শানাকা, ওনিদু হাসরাঙ্গা, লক্ষণ সান্দকান, নুয়ান প্রদীপ, কাসুন রাজিতা।

পিবিএ/আম

আরও পড়ুন...