পিবিএ স্পোর্টস ডেস্ক: ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যেকার প্রথম টেস্ট ম্যাচে এমন অদ্ভুত ঘটনা দেখা যায়। ব্যাটসম্যান রান নেওয়ার জন্য দৌঁড় দিয়েছেন। ফিল্ডার থ্রো করেছেন ,বল স্ট্যাম্পে লাগলো, কিন্তু বেল পড়লো পরে।
আফ্রিকার ইনিংসের ৬২ তম ওভারের ঘটনা। ডিন এলগার এবং কুইন্টন ডি কক ব্যাট করছিলেন। বোলিং করছিলেন রবীন্দ্র জাদেজা। এলগার ঐ বল কভারে ঠেলে দিয়ে নন স্ট্রাইকিং এন্ডে থাকা কুইন্টন ডিকককে রানের জন্য কল করেন।
অপর প্রান্ত থেকে থ্রুো করেন অশ্বিন,কিন্তু বল স্ট্যাম্পে লাগল। অথচ বেল পড়ল একটু সময় পরে। যখন স্টাম্পে বল লাগল তখন ব্যাটসম্যান দাগের বাইরে, কিন্তু যখন বেল পড়ল তখন ব্যাটসম্যান দাগের ভেতরে!
ফিল্ড আম্পায়ার বিভ্রান্তি এড়াতে থার্ড আম্পায়ার কল করেন। রিপ্লেতে স্পষ্ট দেখা যায়, বল লাগার সঙ্গে সঙ্গেই স্ট্যাম্প থেকে বেল পড়েনি! বরং কিছুক্ষণ পর সেটা বেল মাটিতে পড়ে! কিন্তু যখন বল স্ট্যাম্পে লাগল তখন এলগার ক্রিজে না থাকলেও বেল পড়ে যাওয়ার সময়ে তিনি সীমারেখা অতিক্রম করে যান। আর তাই নিয়ম অনুযায়ী এলগার বেঁচে যাই।
পিবিএ/বাখ