এক-খান শাড়ি চান সেই বিধবা মজিরন বেওয়া

পিবিএ,নাটোর: এক-খান শাড়ি চেয়েছেন সেই বিধবা মজিরন বেওয়া। এক-খান ভাতা কার্ড দেন বাবা। এই শিরোনামে গত কিছুদিন আগে একটি নিউজ প্রকাশ করেছিলাম জাতিয় দৈনিক ও অনলাইন পোর্টালে। তার পর পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিউজটি দেখেছিলেন সমাজ সেবা অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক মো.রাজ্জাকুল ইসলাম।

এক-খান শাড়ি চান সেই বিধবা মজিরন বেওয়া

নিউজটি দেখার পরে তিনি গুরুদাসপুর উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তাকে নির্দেশ দেন বিধবা মজিরন বেওয়াকে একটি ভাতা কার্ড হস্তান্তর করার জন্য। তৎখনাত মজিরন বেওয়াকে একটি ভাতা কার্ড প্রদান করা হয়।
সেই বিধবা মজিরন বেওয়া এবারের ঈদে নিজের জন্য একটি শাড়ি ও পঙ্গু ছেলের জন্য নতুন জামা এবং অন্যের বাড়িতে কাজ করে খাওয়া মেয়ের জন্য একটি জামা চেয়েছেন বিত্তবানদের কাছে।

বিধবা মজিরন বেওয়ার এলাকায় তার সার্বিক খোজ খবর নিতে গেলে সংবাদকর্মীকে তার এই আবদার তুলে ধরেন। চলনবিল অধ্যুষিত এলাকা নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গুচ্ছু গ্রামে তার বাসা।

পিবিএ/এনএইচ/বি.এইচ

আরও পড়ুন...