এক থাপ্পরেই ব্যবসায়ীর মৃত্যু

পিবিএ ডেস্ক: ব্যবসায়ীক বিবাদের সময়ে এক চড়ে একজন ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি ভারতের নদিয়ার চাকদহের মদনপুরের কলতলা রোডের বাসিন্দা।

ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, মহাজন লালটু পোদ্দারের সঙ্গে ব্যবসায়ীক বিবাদের সময় এক চড়ে মৃত্যু হয়েছে দমদমের বস্ত্র ব্যবসায়ী সমীর সাধুখাঁর। চড় মারার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে নিজেরই সেলাই মেসিনের ওপর পরে যান ওই ব্যবসায়ী। সঙ্গে সঙ্গে তাকে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনায় চিৎপুর থানার ওই মহাজনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। অনিচ্ছাকৃত খুনের অভিযোগে লাল্টু পোদ্দারকে গ্রেপ্তার করা হয়েছে৷

স্থানীয়দের সূত্রে খবর, সমীর সাধুখাঁ নদিয়ার চাকদহের মদনপুরের কলতলা রোডের বাসিন্দা৷ কর্মসূত্রে দমদমেই থাকতেন তিনি৷ দমদমের বাসিন্দা লাল্টু পোদ্দার নামে এক ব্যক্তির পোশাক তৈরির ব্যবসায় দর্জি হিসাবে কাজে করতেন সমীর৷ অভিযোগ, কাজ করিয়ে সমীরকে টাকা দিত না লাল্টু৷ এইভাবে প্রায় ৩৫ হাজার টাকা পাওনা হয়ে গিয়েছিল সমীরের৷

পরিবার সূত্রে খবর, বিশেষ প্রয়োজনে ৩৫ হাজার টাকা দরকার ছিল সমীরের৷ বাধ্য হয়ে শুক্রবার লাল্টুর বাড়ির সামনে হানা দেন সমীর৷ টাকা চাইলে লাল্টু পরে দেবে বলে কথা ঘোরানোর চেষ্টা করে৷

কিন্তু সমীর দাবি করেন, টাকা না নিয়ে অন্যত্র যাবেন না৷ যার জেরে দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়৷ আচমকাই মেজাজ হারায় লাল্টু পোদ্দার বলে প্রত্যক্ষদর্শীদের দাবি৷

সেই সময়েই সমীরকে সপাটে চড় মারে সে৷ কানের পাশে চড় মারায় মুহূর্তের মধ্যে জ্ঞান হারান সমীর৷ মাটিতে লুটিয়ে পড়লে তড়িঘড়ি সমীরের সহকর্মীরা তাকে উদ্ধার করে আরজি কর হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...