এক বছরের জন্য নিষিদ্ধ ধনঞ্জয়া

পিবিএ ডেস্ক: এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন শ্রীলঙ্কান অলরাউন্ডার আকিলা ধনঞ্জয়া। ঘরের মাঠে নিউজিল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজ চলাকালে আম্পায়ারদের চোখে তার বোলিং অ্যাকশন ধরা পড়ে। অবৈধ বোলিং অ্যাকশনের জন্য তিনি এই শাস্তি পাচ্ছেন।
ক্রিকইনফো এক খবরে জানায়, আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এই শাস্তি প্রদান করেছে। এতে করে ২০২০ সালের আগস্ট পর্যন্ত মাঠে নামতে পারবেন না ধনঞ্জয়া।
পুরো প্রক্রিয়াটাই অবশ্য আইসিসির তত্ত্বাবধানে হয়েছে। খরচ থেকে শুরু করে পরীক্ষা পর্যন্ত সবই আইসিসি দেখভাল করেছে। সেখানে ত্রুটি ধরা পড়ায় ১৮ সেপ্টেম্বর লঙ্কান বোর্ড এবং খেলোয়াড়কে সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়েছে।
এর আগে বোলিং নিয়ে আম্পায়ারদের সন্দেহ হলে আইসিসির কাছে রিপোর্ট করা হয়। সেই রিপোর্টের ভিত্তিতে ২৫ বছর বয়সী এই স্পিনারকে আইসিসির অনুমোদিত চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র ইনস্টিটিউটে পাঠানো হয়। ডক্টর আদিত্য এবং নানাভেল ও তাদের দলের অধীনে পরীক্ষা দেন ধনঞ্জয়া।

পিবিএ/ ইকে

আরও পড়ুন...