এক বলে ১৭ রান দিলেন এই অজি বোলার!

bowler

পিবিএ ডেস্ক : এ রকম দশা মহল্লা ক্রিকেটেও অসম্ভব! অথচ অস্ট্রেলিয়ার ফার্স্ট বোলার রিলি মেরেডিথ সেই অসম্ভব কাজটাই সম্ভব করে দেখালেন বিগ ব্যাশের মতো জনপ্রিয় লিগে। ৮-১০ নয়, এক্কেবারে ১৭ রান দিলেন মাত্র একটি বলেই।

গত বৃহস্পতিবার হোবার্ট হ্যারিকেনসের ম্যাচ ছিল মেলবোর্ন রেলেগেডসের বিরুদ্ধে। ১৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেছিলেন মেলবোর্ন দলের ব্যাটসম্যানরা। কিন্তু হোবার্টের হয়ে বল করতে নেমেই দুঃস্বপ্নের জন্ম দিলেন এই অজি বোলার। নিজের প্রথম ওভারেই তিনি দিলেন ২৩ রান। যার মধ্যে এক বলেই হল ১৭।

কীভাবে হল এই অসাধ্য সাধন? নিজের প্রথম ওভারের চতুর্থ ডেলিভারিটি একটি বিরাট নো-বল করে বসেন তিনি। সেই শুরু। পরের বলটি ওয়াইড। যা আবার উইকেটকিপারকে টপকে বাউন্ডারি ছুঁয়ে ফেলে। পরের বলটিতে আবার চার মারেন ব্যাটসম্যান। কিছুক্ষণ আলোচনার পর উচ্চতার জন্য সেই বলটিকেও নো বল বলে ঘোষণা করেন আম্পায়ার। পরের ডেলিভারিতে আবার নো বল করেন রিলি। সেই বলকেও বাউন্ডারিতে পাঠান ব্যাটসম্যান। শেষমেশ যখন ঠিকঠাক ডেলিভারি করলেন রিলি, তখন গ্যালারি জুড়ে হাততালি পড়ল।

তবে এত কিছুর পরেও ভাগ্য সহায় থাকলে যা হয়, মেলবোর্নকে হারিয়ে ১৬ রানে ম্যাচ জিতে নেয় হোর্বাট হ্যারিকেনসই।

পিবিএ/জিজি

আরও পড়ুন...