এক মাসের সন্তানকে পানিতে ফেলে হত্যা: মা আটক

পিবিএ, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে এক মাসের শিশু পুত্রকে পুকুরের পানিতে ফেলে হত্যার অভিযোগে পাষন্ড এক মাকে গ্রেফতার করেছে পুলিশ। নির্মম হত্যার শিকার হওয়ায় শিশুর নাম এন্ড্র সীমিয়ন মিত্র। বয়স মাত্র এক মাস। পৃথিবীর আলো বাতাস বুঝে ওঠার আগেই হত্যাকান্ডের শিকার হতে হল তাকে।

আজ রবিবার কোটালীপাড়া উপজেলার ওয়াবদারহাট শান্তিকুটিরের পাশের বাড়ীতে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় ফায়ার সার্ভিসের একটি দল বাড়ীর পাশের পুকুর থেকে ওই শিশুটির লাশ উদ্ধার করে।

নিহত শিশু এন্ড্র সীমিয়ন মিত্র কোটালীপাড়া উপজেলার ওয়াবাদারহাট গ্রামের লিংকন মিত্রের ছেলে। লিংকন মিত্র ঢাকায় চাকুরি করেন। এ ঘটনায় নিহত শিশুটির মা মনিষা অধিকারীর (২০) ও নানা অবকাশ অধিকারীকে আটক করছেন পুলিশ।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুল ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক জানান, এক ব্যক্তি ফোন করে জানান যে, শান্তি কুটিরের পাশের বাড়ীতে এক মাসের একটি শিশু পুত্র হারিয়ে গেছে। খবরটি পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থলে ছুটে যাই। পরে বাড়ীতে গিয়ে জিজ্ঞাসাবাদের সময় এক মাস বয়সের শিশু এন্ড্র সীমিয়ন মিত্রের মা মনিষা অধিকারীর (২০) কথা-বার্তায় আমার সন্দেহ হয়। সাথে সাথে আমি ফায়ার সার্ভিসকে খবর দেই। ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাড়ির পাশের পুকুরে তল্লাশি চালিয়ে মৃত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পারিবারিক বিরোধের কারনে মনিষা তার জা ও ভাসুরকে ফাঁসাতে এ ঘটনা ঘটিয়েছে। শিশুটি ওই দম্পত্তির প্রথম সন্তান বলেও জানান তিনি।

পিবিএ/বিএস/জেডআই

আরও পড়ুন...