এক মাস আগে বোরো ধানের চাল সংগ্রহ শুরু হবে: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী

পিবিএ,নওগাঁ: কৃষকদের উৎপাদিত ধানের নায্যমূল্য পেতে বিগত বছরের চেয়ে চলতি বছর এক মাস আগে ২৫ এপ্রিল বোরো ধানের চাল সংগ্রহের উদ্বোধন করা শুরু হবে বলে জানিয়েছে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।

শুক্রবার দুপুরে নওগাঁর বদলগাছী উপজেলা চত্বরে দেড় কোটি টাকা ব্যয়ে এল,এস,ডি নব নির্মিত ৫০০ মেট্টিক টন ধারন ক্ষমতা সম্পন্ন খাদ্য গুদামের ফলক উন্মোচন করে উদ্ধোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিগত বছরগুলোতে ধান কাটা মাড়াইয়ের শুরু হওয়ার পর ২৫ মে বোরো ধান-চাল কেনা শুরু হতো। তাই কৃষকরা নায্য মূল্য পেত না। এবার আগে কেনা শুরু হওয়ায় কৃষক নায্যমূল্য পাবে বলে তিনি জানান।

উপজেলা নির্বাহী অফিসার মাসুম আলী বেগ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছলিম উদ্দীন তরফদার এমপি, খাদ্য অধিদফতরের মহাপরিচালক আরিফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান বক্তব্য রাখেন।

পরে খাদ্যমন্ত্রী পত্নীতলা উপজেলা ৫০০ মেঃ টন ধারন ক্ষমতা সম্পন্ন নব নির্মিত খাদ্য গুদামের ফলক উন্মোচন করেন।

পিবিএ/বিএ/হক

আরও পড়ুন...