পিবিএ ডেস্ক: পুনে টেস্টে ভারতের কাছে ইনিংস ব্যবধানে ১৩৭ রানে হেরেছে দক্ষিণ আফ্রিকা। এর ফলে সিরিজের বাকি এক ম্যাচ আগেই সিরিজ নিজেদের করে নিলো ভারত। এটি আফ্রিকার বিপক্ষে ভারতের সবচেয়ে বড় টেস্ট জয়।
এর ফলে ৯ বছর পর টেস্টে ইনিংস ব্যবধানে হারলো দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে দেশের মাটিতে টানা ১১টি টেস্ট সিরিজ জয়ের রেকর্ডও করলো ভারত। এর আগে ১০টি জিতেছিল অস্ট্রেলিয়া।
টসে জিতে আগে ব্যাট করতে নেমে বিরাট কোহলির অপরাজিত ২৫৪, আগারওয়ালের ১০৮, ও জাদেজার ৯১ রানে ৫ উইকেটে ৬০১ রানে ইনিংস ঘোষণা করে ভারত।
জবাবে ব্যাট করতে নেমে অশ্বিন-উমেশ যাদবের বোলিংতোপে ২৭৫ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। নবম উইকেট জুটিতে রেকর্ড পার্টনারশিপ গড়েন ফিলান্দার ও কেশভ মহারাজ।
ফলোঅনে পড়ে চতুর্থ দিনে ব্যাটিংয়ে নেমেও ব্যাটিং বিপর্যয়ে পড়ে প্রোটিয়ারা। একের পর এক উইকেট হারিয়ে অলআউট হয় ১৮৯ রানে। সর্বোচ্চ ৪৮ রান আসে এলগারের ব্যাট থেকে।
সংক্ষিপ্ত স্কোরঃ
ভারত (প্রথম ইনিংস) ৬০১/৫
বিরাট ২৫৪*, আগারওয়াল ১০৮
রাবেদা ৩/৯৩
দক্ষিণ আফ্রিকা (প্রথম ইনিংস) ২৭৫/১০
মহারাজ ৭২, ডু প্লেসিস ৬৪
অশ্বিন ৪/৬৯, উমেশ যাদব ৩/৩৭
দক্ষিণ আফ্রিকা (দ্বিতীয় ইনিংস) ১৮৯/১০
এলগার ৪৮, বাভুমা ৩৮।
উমেশ যাদব ৩/২২, জাদেজা ৩/৫২।
পিবিএ/ইকে