এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল শ্রীলঙ্কা

পিবিএ ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই ম্যাচে হেরে সিরিজ খোয়ালো বাংলাদেশ। রোববার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৭ উইকেটে হার দেখে তামিম বাহিনী। এতে তিন ম্যাচের সিরিজে পরিষ্কার ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।

কলম্বোর রণসিংহ প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচের শুরুতে মলিন ব্যাটিংয়ে বাংলাদেশের সংগ্রহ থামে ৩৩৮/৮-এ। দলের একমাত্র অর্ধশতকে ব্যক্তিগত ৯৮ রানে অপরাজিত থাকেন মুশফিকুর রহীম। জবাবে ওপেনিংয়ে ৭১ রানের জুটি গড়ে শ্রীলঙ্কাকে দারুণ সূচনা এনে দেন অধিনায়ক দিমুথ করুণারত্নে ও আভিস্কা ফার্নান্ডো। ১১.৩তম ওভারে করুণারত্নেকে বোল্ড করে সাজঘরে ফেরান টাইগার অফস্পিনার মেহেদী হাসান মিরাজ। পেসার মোস্তাফিজুর রহমানের ডেলেভারিতে তামিম ইকবালের হাতে ক্যাচ দেয়ার আগে আভিস্কা খেলেন ৭৫ বলে ৮২ রানের মারকুটে ইনিংস।

এতে তিনি হাঁকান ৯টি চার ও দুটি ছক্কা। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান কুসাল পেরেরাকে ব্যক্তিগত ৩০ রানে থামান মোস্তাফিজই। ২৪.৪তম ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ১৪৬/৩। এর পর অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে সহজ জয় এনে দেন অ্যাঞ্জেলো ম্যাথিউস ও কুসাল মেন্ডিস।

বাংলাদেশের বল হাতে ১০ ওভারের স্পেলে ৩৫ রানে উইকেটশূন্য থাকেন দীর্ঘ তিন বছর পর ওয়ানডে দলে ফেরা বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ১০ ওভারে ৫১ রানে এক উইকেট নেন মিরাজ।
প্রথম ওয়ানডেতে একই মাঠে ৯১ রানে হার দেখেছিল বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে দু’দল ফের মুখোমুখি হবে আগামী ১লা আগস্ট।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...