এক রাতেই পদ্মায় গিলে নিল জিও ব্যাগ

পিবিএ,টঙ্গীবাড়ী: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দিঘিরপাড় বাজার সংলগ্ন পদ্মা নদীতে ফেলানো জিও ব্যাগ এক রাতেই গিল নিয়েছে পদ্মায়। বুধবার ভোর রাতে তীব্র স্রোতের কারনে নদীর তলদেশ ভেঙ্গে দিঘিরপাড় বাজার রক্ষায় ফেলা প্রায় ১ হাজার জিও ব্যাগ সহ ১০০ ফুট নদীতে বিলীন হয়েগেছে। এতে বাজারটি হুমকির মুখে পড়েছে। ইতিমধ্যে বাজারটির রক্ষার জন্য উপজেলা প্রশাসনের সহযোগিতায় পানি উন্নয়ন বোর্ড ৭ হাজার ৬শ ব্যাগ ফেলা হয়েছে।

কিন্তু পদ্মার তলদেশের তীব্র ভাঙ্গনের ফলে পদ্মা নদীর তীর সংলগ্ন দিঘিরপাড় বাজারের নাজির হালদারের কাচা মালের দোকান, বিল্লালের চায়ের দোকান সহ বেশ কয়েকটি দোকান হুমকির মুখে রয়েছে। স্থানীয় বাসিন্দা নাজির হালদার জানান- উপজেলা পরিষদের চেয়ারম্যান জগলুল হালদার ভুতুর নিজ অর্থায়নে বাঁশ পুতে বালু ভর্তি ব্যাগ ফেলে নদীর ভাঙ্গনের কবল থেকে বাজার রক্ষায় চেষ্টা চলছে। দিঘিরপাড় বাজারে ব্যবসায়ী আরিফ জানান- স্থায়ী বাধ নির্মান হলে আমরা এ নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষা পেতাম। প্রধান মন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের এ অঞ্চলের মানুষের একটাই দাবী স্থায়ী বাধ নির্মান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা আক্তার জানান- নদী ভাঙ্গন রোধে ইতি মধ্যে জিও ব্যাগ ফেলা হয়েছে। নদীর তীব্র স্রোতে ফলে বিভিন্ন স্থানে জিও ব্যাগ বিলীন হয়ে গেছে। তবে পুনরায় নদী ভাঙ্গন রোধের ব্যবস্থা নেয়া হবে।

পিবিএ/নাজমুল ইসলাম পিন্টু/এসডি

আরও পড়ুন...