এক রাতের জন্য ৪০ লাখ টাকার প্রস্তাব “শয্যাসঙ্গিনী”

পিবিএ ডেস্ক: সেলিব্রেটি তারকাদের অনেকের জীবনের বাঁকে থাকে অন্ধকার ইতিহাস। তাতে অনেকেই তাদের সঙ্গে শারিরীক সম্পর্ক স্থাপন করতে চান। অন্ধকারে সেই সম্পর্ক স্থাপন করে খদ্দেররা থেকে যান ধরাছোঁয়ার বাইরে।

 

আর ওই তারকা উপার্জন করে নেন বড় অংকের অর্থ। এমনই দুজন তারকার কাহিনী আজ তুলে ধরা হলো। সেলিব্রেটি তারকা লরা গডজার। ২০১৪ সালে সাবেক প্রেমিক জ্যাক ম্যালিনের সঙ্গে তার ৬ সেকেন্ডের একটি ভিডিও টেপ ফাঁস হয়ে পড়ে। তিনি তখন ছিলেন দুবাইয়ে।

এমন ঘটনার পর তিনি সেখান থেকে দ্রুত ফিরে যান নিজের দেশ বৃটেনে। কিন্তু তার আগেই তাকে দুবাইয়ের এক ধনকুবের এক রাতের জন্য ৪০ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ৪০ লক্ষ ৯০ হাজার টাকা) প্রস্তাব করে বসেন। এ বিষয়টি ওই বছরই রিয়েলিটি টিভি শো সেলিব্রেটি বিগ ব্রাদারে নিজেই প্রকাশ করেন।

 

তিনি বলেছেন, দুবাইয়ের এক যুবক আমাকে বলল, আমি এক রাতের জন্য তোমাকে ৪০ হাজার পাউন্ড দেব। এ কথা তুমি কাউকে বলবে না। লরা বলেন, ওই যুবকের সেই প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন।

ওদিকে, বৃটিশ মডেল সোফি অ্যান্ডারটন তো নিজেই স্বীকার করেছেন তিনি উচ্চ পর্যায়ের একজন পতিতা হিসেবে কাজ করেছেন। ২০০৪ সালে যখন তার খ্যাতিতে ধস নামে তখন তিনি এ কাজে লিপ্ত হন। এ সময় তিনি ছিলেন মা’দকাসক্ত।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...