এক সপ্তাহের মধ্যেই ঢাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের দাবি পূরণ

পিবিএ: ঢাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের দাবিগুলো পূরণ করা হবে এক সপ্তাহের মধ্যেই বলে জানিয়েছেন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. আবুল হোসেন।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অফিসে রোববার ঢাবি অধিভুক্ত সাত কলেজের সকল অধ্যক্ষদের নিয়ে বৈঠকে শিক্ষার্থীদের দাবিগুলো একটি একটি করে তুলে ধরার পর সেগুলো পূরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

তিনি বলেন, যে সেশনের ফলাফলগুলো এখনো প্রকাশিত হয়নি, এক সপ্তাহের মধ্যে সেগুলো প্রকাশ করা হবে। আর এখন থেকে যে পরীক্ষাগুলো নেয়া হচ্ছে বা হবে, সেগুলোর ফলাফল ৯০ দিনের মধ্যেই প্রকাশ করা হবে। ২০ জুলাইয়ের মধ্যেই সাত কলেজের জন্য পূর্ণ একাডেমিক ক্যালেন্ডারও প্রকাশ করা হবে।

তিনি বলেন, সাত কলেজের প্রশাসনিক ভবন নির্মাণেরও সিদ্ধান্ত নেয়া হয়েছে। একদিনেই তো আর ভবন নির্মাণ সম্ভব নয়। তাই এক সপ্তাহের মধ্যেই ভিসি অফিসের পাশে আপাতত ‘সাত কলেজ কর্নার’ খুলে দেয়া হবে।

পিবিএ/জেআই

আরও পড়ুন...