এখনই দেশে আসবে না সাকিব

পিবিএ,খেলাধুলা : বিশ্বকাপ ও আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের জন্য কাল থেকে শুরু হচ্ছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। তবে এখনই ক্যাম্পে যোগ দিচ্ছেন না সাকিব আল হাসান। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে সামনের ম্যাচগুলোতে খেলার সম্ভাবনা থাকায় আপাতত ভারতেই থাকছেন সাকিব, জানিয়েছেন বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান। এছাড়া তিনি জানান, আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে দলের ম্যানেজারের দায়িত্ব পালন করবেন মিনহাজুল আবেদীন নান্নু।

গেলো সপ্তাহেই ঘোষণা হয়েছে বিশ্বকাপে বাংলাদেশের স্বপ্নসারথীদের নাম। ১৫ সদস্যের দলের মূল স্তম্ভ অবধারিতভাবেই পঞ্চপাণ্ডব। মাশরাফি-মুশফিক-তামিম-মাহমুদুল্লাহরা দেশে থাকলেও সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএলে অংশ নেয়ায় এখনও সহযোদ্ধাদের সাথে যোগ দিতে পারেননি স্কোয়াডের সহ-অধিনায়ক সাকিব আল হাসান। আর কালক্ষেপণ না করে সোমবার এই অলরাউন্ডারকে ছাড়াই জাতীয় দলের ক্যাম্প শুরুর কথা জানালেন বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান।

দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। এই উদ্দেশ্যে যখন দেশে ফিরছে ফ্রাঞ্চাইজির অন্য বিদেশি ক্রিকেটাররা তখন টাইগার ক্রিকেটের সবচেয়ে সফল নাম কেন ফিরছেন না দেশে। উত্তরটার সহজ যুক্তিতেই দিলেন আকরাম খান। বিশ্বকাপের আগেই ত্রি-দেশীয় সিরিজ খেলতে আয়ারল্যান্ডে যাবে টাইগাররা। যেখানে থাকবে দুই নতুন শাবক নাঈম আর ইয়াসীর। এই সিরিজে ভালো করলে সুযোগ মিলবে বিশ্বকাপ দলে। পারফরম্যান্স বিচার করতে তাই দলের সাথে আয়ারল্যান্ডে যাবেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। পালন করবে টিম ম্যানেজারের দায়িত্বটাও।

পিবিএ/এমএস

আরও পড়ুন...