এখনো জবাব দেননি সাকিব

পিবিএ স্পোর্টস: লাল-সবুজ ম্যাচের খেলোয়াড় তালিকায় নাম ছিল। সাকিব আল হাসান আসবেন বলে ধারণাও করা হচ্ছিল। শেষ পর্যন্ত রবিবার মিরপুরে তাকে আর দেখা যায়নি। খেলতে যেমন আসেননি, তেমনি বোর্ডের পাঠানো কারণ দর্শানোর চিঠির জবাবও এখনো দেননি।

খেলোয়াড়দের আন্দোলনের পর থেকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিবের বিরোধ দেখা দিয়েছে। নাজমুল হাসান মনে করছেন, সাকিবের কারণেই খেলোয়াড়রা আন্দোলন করেছেন। এমন পরিস্থিতিতে ‘বোর্ডকে না জানিয়ে’ দেশের বড় একটি টেলিকম কোম্পানির সঙ্গে ব্যক্তিগত চুক্তি করেন সাকিব। এ চুক্তি নিয়ে বেশ কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নাজমুল হাসান। তার দাবি, এই চুক্তির মাধ্যমে বিসিবির সঙ্গে চুক্তির ধারা ভঙ্গ করেছেন সাকিব। তিনি জানান, অধিনায়ককে আইনি নোটিশ পাঠানো হবে।

বিসিবি থেকে এখন বলা হচ্ছে, সাকিবকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। তার বিপক্ষে আইনি প্রক্রিয়ায় যাওয়া হবে না। শুধু জবাবদিহি করতে হবে। বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন জানিয়েছেন, সাকিব এখনো চিঠির জবাব দেননি। তবে তার হাতে বেশ সময় আছে। ঠিক কতদিনের ভেতর সাকিবকে জবাব দিতে হবে সেটি অবশ্য জানা যায়নি।

রবিবার মিরপুরে প্রস্তুতি ম্যাচ দেখতে আসেন নাজমুল হাসান। সাংবাদিকেরা তার সঙ্গে কথা বলতে চাইলেও তিনি সাড়া দেননি। ওই সময় সাকিব রাজধানীর একটি হোটেলে ইউনিসেফের অনুষ্ঠানে ছিলেন। সাকিব কেন খেলছেন না, বিসিবির বাতাসে যখন এমন প্রশ্ন উড়ে বেড়াচ্ছে তখন উত্তর নিয়ে আসেন ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান, ‘কোচ আমাকে জানিয়েছেন নতুনদের সুযোগ দেওয়ার জন্য তাকে (সাকিব) বিশ্রাম দেওয়া হয়েছে।’ কিন্তু পরে জানা যায় ভিন্ন কথা। নাম প্রকাশ না করার শর্তে আরেক কর্মকর্তা জানান, খেলোয়াড় তালিকায় সাকিবের নাম ছিল।

পিবিএ/বাখ

আরও পড়ুন...