পিবিএ,ঢাকা: বিশ্বকাপের আগে স্পষ্টই জানিয়ে গিয়েছিলেন, এটাই তাঁর শেষ বিশ্বকাপ। অবস্থা এমন দাঁড়িয়েছে, এখন মাশরাফি বিন মুর্তজার যেকোনো সিরিজ-টুর্নামেন্টেই ‘শেষ’ শব্দটা চলে আসছে। শ্রীলঙ্কা সফরের আগে যেমন বলা হচ্ছে, এটাই কি শেষ বিদেশ সফর?
এ প্রশ্নে মাশরাফি স্বভাববিরুদ্ধ কড়া প্রতিক্রিয়াই প্রকাশ করলেন আজ সংবাদ সম্মেলনে, ‘এটা যে যেভাবে নেয়। আমারটা আমি বলতে পারছি না! চিন্তা করিনি এখনো এ নিয়ে। খেলতে যাচ্ছি ওখানে, খেলা নিয়ে চিন্তা করছি। এরপর অনেক দিন খেলা নেই, সেটাও ঠিক। সে করম কিছু হলে আসার পর চিন্তা করব। এটা আপনাদের (সংবাদমাধ্যমের) কাছে খবর। আমার কাছে হয়তো সেটা নয়। আমার কাছে খেলাটা ছাড়া অনেক বড় ব্যাপার। আমাকে একটু সময় নিয়ে চিন্তা করতে হবে।’
তবে আসন্ন শ্রীলঙ্কা সফর দিয়ে বিদেশ সফরকে ‘বিদায়’ জানানোর সিদ্ধান্ত জানিয়ে দিলেন মাশরাফি বিন মর্তুজা। অর্থাৎ, এটাই তার শেষ বিদেশ সফর। তবে আপাতত এসব মাথায় না নিয়ে সফর নিয়েই ভাবছেন তিনি। শ্রীলঙ্কা থেকে ফিরে শেষে অবসর নিয়ে চিন্তা করবেন বলেও জানালেন।
শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে শুক্রবার (১৯ জুলাই) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘এটা (অবসর) নিয়ে এখন চিন্তা করছি না। ওখানে (শ্রীলঙ্কায়) খেলতে যাচ্ছি এটাই চিন্তা করছি। তবে আমি বলবো এটাই শেষ বিদেশ সফর। এরপর বেশি ওয়ানডে ম্যাচ নাই। খেলে আসার পর চিন্তা করবো। এটা আপনাদের কাছে নিউজ কিন্তু আমার কাছে চিন্তা করার বিষয়।’
শ্রীলঙ্কা সফরের তিন ওয়ানডে ম্যাচ খেলতে আগামী ২০ জুলাই দেশ ছাড়বে টাইগাররা। তবে সিরিজ শুরুর আগে ২৩ জুলাই কলম্বোয় একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে মাশরাফিবাহিনী। ২৬ জুলাই অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। পরের দুটি ওডিআই যথাক্রমে ২৮ ও ৩১ জুলাই। প্রতিটি ম্যাচই কলম্বোতে গড়াবে। আর ১ আগস্ট দেশের উদ্দেশ্যে প্লেনে উঠবেন ক্রিকেটাররা।
পিবিএ/ইকে