এটি একটি পাকা সড়ক!

গুরুদাসপুর, পিবিএ: নাটোরের গুরুদাসপুর পৌর সদরের এক নম্বর ওয়ার্ডের পাকা সড়কটির বেহাল দশা। নজরে নেই পৌর কর্তৃপক্ষের। বিগত পাঁচ বছর আগে রাস্তাটি সংস্কার হলেও তারপরে আর হয়নি। ছিটে ফুটা বৃষ্টি হলেই চলাচলের অযোগ্য হয়ে পরে রাস্তাটি। কাঁদায় পরিপুর্ন হয়ে থাকে বছরের ৬ মাস। দুর্ভোগে এলাকাবাসী।
শুক্রবার সকালে সরেজমীনে গিয়ে দেখাযায়, উপজেলার পৌর সদরের নদী পাড়া মহল্লায় অবস্থিত এই রাস্তাটি। স্থানীয় বাসিন্দা সাবেক কমিশনার আশরাফুল ইসলামের বাড়ি হতে দাড়োগার মিল পর্যন্ত প্রায় এক কি.মি কাদায় পরিপুর্ণ। যানবাহন তো দুরের কথা পথচারীরাই ঠিক মত হাঁটা চলা করতে পারেনা। এলাকার শিক্ষার্থীরা স্কুলে আসার পথে পরে গিয়ে আহত হয়। কাঁদায় পরে যাওয়ার কারনে বই খাতা নষ্ট হচ্ছে শিক্ষার্থীদের। এমন অবস্থা থেকে রক্ষা পেতে চায় এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দা মো.আকরামুল ইসলাম জানান, বিগত পাঁচ বছর আগে এই রাস্তাটি সংস্কার হয়েছিলো। তারপরে আর সংস্কার করা হয়নি। সময়মত রাস্তা সংস্কার না করায় দুর্ভোগে আছে এলাকাবাসী। পথচারীরাই এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারেনা। আর যানবাহন তো দুরের কথা। তারপরও রাস্তার দু-পাশে ডেনের ব্যবস্থা না থাকায় অনায়াশে পানি জমে থাকে। সে কারনে আরও বেশি কাঁদা জমে যায়।
স্থানীয় কয়েকজন শিক্ষার্থী জানান, প্রতিদিন স্কুলে যাওয়ার পথে আমাদের অনেক সমস্যা হয়। পোশাক কাঁদায় মেখে যায়। এমনকি মাঝে মাঝে পিছলে পরে যাই। আমাদের কথা ভেবে হলেও এই রাস্তাটি দ্রুত সংস্কার করা প্রয়োজন।
এক নং ওয়ার্ড কমিশনার মো.মজিবর মোল্লা মুঠোফনে বলেন, অনেক দিন যাবৎ এই রাস্তার বেহাল দশা। তবে আমি মেয়র মহোদয়ের সাথে আলোচনা করেছি। তিনি বলেছেন খুব দ্রুতই এই রাস্তাটির টেন্ডার হবে।
এই রিপোর্ট লেখা চলাকালীন সময়ে গুরুদাসপুর পৌরসভার মেয়র মো.শাহনেওয়াজ আলী মোল্লাকে ফোন দিলে তার ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।#
নাজমুল হাসান নাহিদ/পিবিএ/বাখ

আরও পড়ুন...