এনটিভি প্রবাসীদের সুখ-দুঃখ, অনুভূতির কথা বলে


কায়সার হামিদ হান্নান, পিবিএ, মালয়েশিয়া : মালয়েশিয়া জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির ১৭তম পদার্পণ উদযাপিত হয়েছে। রবিবার কুয়ালালামপুরের পাঁচতারা হোটেল কন্টিনেন্টাল কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে দর্শকনন্দিত এ টেলিভিশন চ্যানেলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।এনটিভি মালয়েশিয়া প্রতিনিধি কায়সার হামিদ হান্নান এর সার্বিক তত্বাবধায়নে প্রবাসী চিত্রপরিচালক জাফর ফিরোজ ও সেগি ইউনিভার্সিটি শিক্ষার্থী তাহমিনা ভূঁইয়া মিনার প্রাণবন্ত উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে এনটিভির শুভকামনা করে বক্তব্য দেন মালয়েশিয়া বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ।

মালায়েশিয়ায় এনবিএল ইভিপি এন্ড চিফ এক্সিকিউটিভ অফিসার শেখ আকতার উদদীন আহমেদ বলেন, দায়িত্বশীল সাংবাদিকতা দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করতে পারে। শুধু বিনোদনই নয়, এনটিভি মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠায় অবিচল থেকে দর্শক-শ্রোতানন্দিত চ্যানেলে পরিণত হয়েছে। বাংলাদেশের এই জনপ্রিয় চ্যানেলটি আরো সামনের দিকে এগিয়ে যাওয়ার আশাবাদ।

আলহাজ মুকবুল হোসেন মুকুল :এনটিভি সব শ্রেনীর মানুষের কাছে সমান ভাবে জনপ্রিয়। এনটিভি নিরপেক্ষ ও নিষ্ঠার মাধ্যমে আগামীতে গৌরব উজ্জল ভূমিকা অব্যাহত রাখতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যাক্ত করি।
জসিম উদ্দিন চৌধুরী :এনটিভি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি পরিচ্ছন্ন বিনোদন মুলক অনুষ্ঠান মালা প্রচার করে আসছে । ইতোমধ্যে দর্শকদের মাঝে শক্ত অবস্থান করে নিয়েছে এনটিভি । প্রতিষ্ঠা বার্ষিকীর এ দিনে এনটিভির পরিবারকে শুভেচ্ছা জানান তিনি।

মোহাম্মদ মোশারফ হোসেন: এনটিভি বাংলাদেশের জনপ্রিয় একটি চ্যানেল। এই চ্যানেলটি অত্যন্ত নিরক্ষেপতা বজায় রেখে সংবাদ পরিবেশন করছে। পাশাপাশি বিনোদনের দিক থেকেও চ্যানেলটি অনেক এগিয়ে রয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে এনটিভির মঙ্গল কামনা করি ।

প্রবীণ সাংবাদিক গৌতম রায়: দেশের মানুষের সাথে প্রবাসীদের রয়েছে নাড়ীর টান। দেশের উন্নয়নে প্রবাসীরা বরাবরই গুরুত্বপুর্ণ ভূমিকা রেখে চলেছেন। দেশের সাথে প্রবাসীদের বন্ধনকে সুদৃঢ় করতে এনটিভি মাইলফলক হিসেবে কাজ করবে।

মাহবুব আলম শাহ : এনটিভি শুরু থেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে দেশে-বিদেশে অগণিত মানুষের জনপ্রিয়তা অর্জন করেছে। ১৭ তম বর্ষপূর্তিতে এনটিভি’র সকল সাংবাদিক, কলাকুশলীর সমন্বয়ে দৃঢ় প্রত্যয়ে তাদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে করি।

বাংলাদেশ স্টুডেন্ট ইউনিয়ন মালয়েশিয়ার এর সভাপতি মোহাম্মদ ফয়জুল হক: এনটিভি প্রতিটি অনুষ্ঠান শিক্ষামূলক। এনটিভি সত্য কথা বলে। এনটিভির সংবাদ এবং বিভিন্ন অনুষ্ঠান মান সম্পন্ন। এ কারণে দেশের বাইরেও জনপ্রিয়তা রয়েছে।
জাফর ফিরোজ ,চিত্রপরিচালক : এনটিভির নাটক গুলি প্রবাসীদের কাছে খুব জনপ্রিয়। সারাদিন কাজ করে সন্ধ্যায় যখন বাসায় ফিরে তখন তারা এনটিভির নাটক গুলি ইউটিউবে দেখে। এনটিভির উত্তরোত্তর সাফল্য কামনা করি।

কায়সার হামিদ হান্নান ,মালয়েশিয়া প্রতিনিধি : প্রবাসীদের ভালোবাসায় এনটিভি সামনের দিকে আরো এগিয়ে যাবে। প্রবাসীদের সুখ দুঃখ কথা বলবে এনটিভি।

 

পিবিএ/হান্নান/জেডআই

আরও পড়ুন...