এনপিপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন কাজী শওকত আলী

এস এম শরিফুল ইসলাম,নড়াইল: ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন,সাবেক ব্যাংক কর্মকর্তা কাজী শওকত আলী। শুক্রবার (৩১জানুয়ারি) রাতে ন্যাশনাল পিপলস পার্টি(এনপিপি’র) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ বিষয়টি নিশ্চিত কওে জানান, ‘সাংগঠনিক ভাবে দলকে শক্তিশালী করার লক্ষ্যে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
কাজী শওকত আলী দীর্ঘদিন ধরে এনপিপির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন। সাংগঠনিক দক্ষতার কারণে তাকে এনপিপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে এক প্রতিক্রিয়ায় এনপিপি নেতা কাজী শওকত আলী সাংবাদিকদের বলেন, ‘পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দলকে ঢেলে সাজানোর লক্ষ্যে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এখন দলীয় ও সাংগঠনিক কাজে নিজেকে নিয়োজিত রাখবেন বলে তিনি জানান।

উল্লেখ্য যে,এনপিপি নেতা কাজী শওকত আলী ২০১৬ সালে এনপিপিতে যোগদান করেন। তিনি লোহাগড়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের লক্ষীপাশা এলাকার মরহুম শামসুল কাজীর ছেলে।

 

আরও পড়ুন...