এন্তাজ আলীর হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ


রংপুর প্রতিনিধি : এন্তাজ আলীর হত্যাকারীদেও দ্রুত বিচারের মুখোমুখি করা ও ফাঁসির দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ হয়েছে। রবিবার রংপুর নগরীর মডার্ন মোড়ে নগরীর ৩১নং ওয়ার্ড এলাকাবাসী এই মানববন্ধন ও বিক্ষোভ করেন। তাজহাট মেট্রোপলিটন থানার পুলিশ এসে মানববন্ধন ছত্রভঙ্গ করে দেন।

করোনা ভাইরাসের কারনে সারা বিশ্বসহ বাংলাদেশে যখন স্থবিরতা বিরাজ করছে মানুষে-মানুষে দুরুত্ব বজায় রেখে চলছে। ঠিক তখনই রংপুর নগরীতে ঘটে যায় লোম হর্ষক ঘটনা।

এ সময় ওসি শেখ রোকনুজ্জামান বলেন, আমরা এন্তাজ আলীর মৃত্যুর রহস্য উন্মোচনের জন্য গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছি এরই মধ্যে আমরা তিনজনকে গ্রেফতার করেছি। এরই মধ্যে মরহুমের পরিবারকে উসকানি দিয়ে একটি চক্র রাস্তায় নামানোর চেষ্টা করে যা আমরা প্রতিহত করি। আমরা দ্রুত তদন্তের চেষ্টা করছি, তদন্ত মোটামোটি ভাবে এগিয়েছে, পাশাপাশি করোনা ভাইরাসের কারনে সরকারি ভাবে সব কার্যক্রম বন্ধ, এ সময় কোন মানুষকে রাস্তায় নামতে দেয়া হবে না।
উল্লেখ্য, গত শুক্রবার (১লা মে) রংপুর নগরীর ৩১নং ওয়ার্ডের শেখ পাড়ায় নিখোঁজের ১২ ঘন্টা পর ভুট্টা ক্ষেত হতে এন্তাজ আলী (৫৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয় ।

পিবিএ/মেজবাহুল হিমেল/এমএ

আরও পড়ুন...