এপ্রিলে ৬ কোম্পানির লভ্যাংশ ঘোষনার সম্ভাবনা

পিবিএ,ঢাকা: এপ্রিল মাসে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানির লভ্যাংশ সংক্রান্ত পর্ষদ সভার তারিখ ঘোষনা করেছে। কোম্পানিগুলোর সভা থেকে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষনার সম্ভাবনা রয়েছে।

যেসব কোম্পানি সমাপ্ত হিসাব বছরে পর্ষদ সভা করবে সেগুলো মধ্যে- রেকিট বেনকিজারের পর্ষদ সভা আগামী ১৫ এপ্রিল বিকাল সাড়ে ৪টায়, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের ১৬ এপ্রিল বিকাল সাড়ে ৩টায়, সিটি ব্যাংকের ১৭ এপ্রিল বিকাল ৪টায় এবং একই দিন বিকাল সাড়ে ৩ টায় সিটি জেনারেল ইন্স্যুরেন্সের পর্ষদ সভা করার তারিখ ঘোষনা করছে। এছাড়া বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভা আগামী ১৮ এপ্রিল বিকাল ৪টায় এবং যমুনা ব্যাংকের সভা ২১ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

এসব কোম্পানির সভায় ৩১ ডিসেম্বর,২০১৮ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা বিনিয়োগকারীদের উদ্দেশ্যে প্রকাশ করা হবে। একই সঙ্গে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষনার সম্ভাবনা রয়েছে।

পিবিএ/এইচ

আরও পড়ুন...